১৫০১ ষোল শতকের ইউরোপের অগ্রগণ্য চিকিৎসক জেরোনিমো কারদানো-র জন্ম।
১৫৪১ সুইস চিকিৎসক ফিলিপাস পারাসেলসাস-এর মৃত্যু।
১৭২৬ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
১৭৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি করা হয়।
১৭৯৫ ফরাসি ভাস্কর আতোয়াঁ লুই বারিয়ে-এর জন্ম।
১৮৫৯ সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।
১৮৬০ ফরাজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মুহম্মদ মহসীন) মৃত্যু।
১৮৭০ ফরাসি প্রকৌশলী ও নিওন আলোর উদ্ভাবক ঝর্ঝ ক্লোদ-এর জন্ম।
১৮৯৫ ফরাসি চিকিৎসক ও শারীরবিদ আঁদ্রে ফ্রেদেরিক কুরনাঁ-এর জন্ম।
১৮৯৬ মার্কিন লেখক এফ স্কট ফিটজেরাল্ড-এর জন্ম।
১৮৯৮ নোবেলজয়ী (১৯৪৫) ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী হাওয়ার্ড ওয়াল্টার ফ্লোরি-র জন্ম।
১৯০৪ নোবেলজয়ী (১৯০৩) ডেনিশ চিকিৎসক নীলস রাইবার্গ ফিনসেন-এর মৃত্যু।
১৯০৭ চিত্রকর ও ভাস্কর সুধীররঞ্জন খাস্তগীর-এর জন্ম।
১৯১৯ বঙ্গোপসাগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিং জেলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।
১৯২৪ রবীন্দ্রসাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ার্সন-এর মৃত্যু।
১৯২৫ কল্লোল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক গোকুলচন্দ্র নাগের মৃত্যু।
১৯২৯ রসায়নে নোবেলজয়ী ৯১৯২৫) অস্ট্রীয় বিজ্ঞানী রিকার্ড আডলফ ৎসিগ্মন্ডি-র মৃত্যু।
১৯৩২ বাংলার প্রথম বিপ্লবী মহিলা প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন।
১৯৬০ আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (অঊই) গঠিত হয়।