এই দিনে

| শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:০২ পূর্বাহ্ণ

১৬৬৯ ফ্লোরেন্সীয় চিত্রশিল্পী ও স্থপতি পিয়েত্রো দা কোর্তোনার মৃত্যু।

১৭০৩ ফরাসি লেখক শার্ল পেরোর মৃত্যু।

১৭৬১ ইংরেজ চিত্রশিল্পী জন ওপির জন্ম।

১৭৮২ উদ্ভিদবিদ ডানিয়েল চার্লস সোলান্ডারএর মৃত্যু।

১৮০৪ মার্কিন শিক্ষাবিদ এলিজাভেথ পিবোডির জন্ম।

১৮৩০ ফরাসি গণিতজ্ঞ ও পদার্থবিদ ঝাঁ বাপতিস্ত্‌ ফ্যুরিয়ের মৃত্যু।

১৮৩১বঙ্গ নাট্যালয়’ ও ঐকতান বাদনের অন্যতম প্রতিষ্ঠাতা যতীন্দ্রমোহন ঠাকুরের জন্ম।

১৮৩১ টেলিপ্রিটার ও মাইক্রোফোনের উদ্ভাবক ডেভিড এডওয়ার্ড হিউজএর জন্ম।

১৮৩৮ সাধারণ জ্ঞানোপার্জিকা সভা প্রতিষ্ঠিত হয়।

১৮৪৫ রুশ প্রাণীবিজ্ঞানী ইলিয়া মেচনিকভএর জন্ম।

১৮৮১ বার্লিনের কাছে বিশ্বের প্রথম বৈদ্যুতিক ট্রাম সার্ভিস চালু হয়।

১৮৯০ ব্রাহ্ম মহিলা সমাজের উদ্যোগে কলকাতায় ব্রাহ্মবালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৯২ ইংরেজ ঐতিহাসিক এডওয়ার্ড ফ্রিম্যানএর মৃত্যু।

১৯১৪ ইতালীয় ঐতিহাসিক ফ্রাংকো ভেন্ডুরির জন্ম।

১৯১৮ মেক্সিকান ঔপন্যাসিক হুয়ান রুল্‌ফোর জন্ম।

১৯২৯ হলিউডে প্রথম চলচ্চিত্রে একাডেমি পুরস্কার চালু হয়।

১৯৪২ পোলিশ নৃতাত্ত্বিক ব্রনি াভ্‌ মালিনৌস্কির মৃত্যু।

১৯৪৫ জার্মান নাৎসি বাহিনী অবলুপ্ত ঘোষণা করা হয়।

১৯৪৬ ব্রিটিশ সরকার প্রেরিত কেবিনেট মিশন ভারত বিভক্তির প্রস্তাব করে।

১৯৪৭ নোবেলজয়ী (১৯২৯) ব্রিটিশ জীবরসায়নবিদ গাউল্যান্ড হপকিনস্‌এর মৃত্যু।

১৯৫০ নোবেলজয়ী (১৯৮৭) জার্মান বিজ্ঞানী ইয়োহান গেয়র্গ বেডনর্ৎসএর জন্ম।

১৯৫৫ মার্কিন সাহিত্যিক জেমস এইগির মৃত্যু।

১৯৬০ ভারত ও ব্রিটেনের মধ্যে আন্তর্জাতিক টেলেক্স সার্ভিস চালু হয়।

১৯৬৮ উত্তর জাপানে ভূমিকম্পে ৪৭ জন নিহত ও দুই শতাধিক আহত হয়।

১৯৬৯ সোভিয়েত নভোযান ভেনাস৫ শুক্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৪ ভারতবাংলাদেশ সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৫ সিকিম ভারতের ২২তম রাজ্যভুক্ত হয়।

১৯৮৯ আনুষ্ঠানিকভাবে চীনরুশ সম্পর্ক পুনঃস্থাপন।

১৯৯১ ক্রেমলিনে সোভিয়েতচীন সীমানা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ বিশ্বের অন্যতম সেরা অসিক্রীড়াবিদ আলদার গেরেভিচের মৃত্যু।

১৯৯১ রানী এলিজাভেথ প্রথম ব্রিটিশ রাজকীয় ব্যক্তিত্ব যিনি মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ পান।

১৯৯১ ফ্রান্সএর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এডিথ ফ্রেসোঁর দায়িত্বভার গ্রহণ।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার নির্দেশনার কঠোর বাস্তবায়ন চায় নগরবাসী
পরবর্তী নিবন্ধসরকারি সিটি কলেজে ক্যান্টিন চাই