খ্রি.পূ. ৫৪৫ গৌতম বুদ্ধের মৃত্যু।
১৬৬২ লন্ডনের রয়াল সোসাইটি গঠিত হয়।
১৬৫৮ ইতালীয় সংগীতস্রষ্টা জুসেপ্পে তোরেল্লির জন্ম।
১৭০৭ ইংরেজ ঔপন্যাসিক হেনরি ফিল্ডিং–এর জন্ম।
১৭২৪ জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট–এর জন্ম।
১৭৮৯ ইংরেজ উদ্ভাবক চিচার্ড রবার্টস্–এর জন্ম।
১৮৩৩ রেলওয়ে পুয়োধা ও প্রকৌশলী রিচার্ড ট্রিভিদিক–এর মৃত্যু।
১৮৪০ প্রত্নতাত্ত্বিক জেম্স্ প্রিন্সেপ–এর মৃত্যু।
১৮৫৪ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯১৩) বেলজীয় আইনজীবী ও মানবহৈতষী আঁরি লাফঁতেন–এর জন্ম।
১৮৫৭ দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে।
১৮৭০ রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিন–এর জন্ম।
১৮৭৬ নরওয়েজীয় ঔপন্যাসিক ওলে রোলভাগ–এর জন্ম।
১৮৭৬ সুইডশ বিজ্ঞানী রবার্ট বারানি–এর জন্ম।
১৮৯১ রুশ সংগীতস্রষ্টা সের্গেই প্রোকেফিয়েভ–এর জন্ম।
১৮৯২ ফরাসি সুরকার এদুয়ার্দ লালোর মৃত্যু।
১৮৯৩ স্বাধীনতা সংগ্রামী সুবেন্দ্রনাথ ঘোষ (মধুদা) এর জন্ম।
১৮৯৯ রুশ ঔপন্যাসিক ও কবি ভ্লাদিমির নবোকভ–এর জন্ম।
১৯০৪ মার্কিন পদার্থবিদ জন রবার্ট ওপেনহাইমারের জন্ম।
১৯১৯ নোবেলজয়ী (১৯৮৭) মার্কিন রসায়নবিদ জোনাল্ড জেমস ক্র্যাম–এর জন্ম।
১৯৩৩ মোটর গাড়ির নকশাকার হেনরি রয়েস–এর মৃত্যু।
১৯৪৪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মৈত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে।
১৯৬৯ মুক্তি সংগ্রামী যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু।
১৯৮৮ পাঁচ বছর বৈরিতার পর পিএলও এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
১৯৯১ কোস্টারিকা ও পানামায় প্রচণ্ড ভূমিকম্পে ৭৪ জন নিহত প্রায় একহাজার আহত।
১৯৯৭ পেরুর জিম্মি সংকটের অবসান হয়।