এই দিনে

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক শুল্ক দিবস ও অস্ট্রেলিয়া দিবস

১৫০০ ভিসেন্ডে পিনৎসন ব্রাজিল আবিষ্কার করেন।

১৬৯৯ কার্লোউইজ সন্ধি অনুসারে তুরস্কএবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ভিনিস ও রাশিয়ার মধ্যে সংঘটিত মহাযুদ্ধের অবসান হয়।

১৭১৫ ফরাসি দার্শনিক ও অভিধান প্রণেতা ক্লোদ আদ্রিয়্যাঁ এলভেসিয়ুসএর জন্ম।

১৭৬৪ মির্জা ইহতিশাম উদ্দীন নামে প্রথম বাঙালি তথা ভারতীয় বিলাত যাত্রা করেন।

১৭৭৮ ইতালীয় কবি উগো ফোসকোলোর জন্ম।

১৭৮৮ গভর্নর আর্থার ফিলিপ অষ্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন।

১৮২৩ ইংরেজ চিকিৎসক ও বসন্তের টীকা আবিষ্কারক এডওয়ার্ড জেনার মৃত্যু।

১৮২৪ ফরাসি চিত্রশিল্পী তেওদর ঝেরিকোর মৃত্যু।

১৮৪১ হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয়।

১৮৪৪ প্রথম বাঙালি তথা ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম।

১৮৪৭ মার্কিন অর্থনীতিবিদ জন ক্লার্কের জন্ম।

১৮৬৭ শল্যচিকিৎসক ও হাসপাতাল স্থাপয়িতা উইলিয়াম মার্সডেনের মৃত্যু।

১৮৭৮ জার্মান শরীরতত্ত্ববিদ হিনরিখ ভেবার মৃত্যু।

১৮৮৪ মার্কিন ভাষাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক এডোয়ার্ড সাপিরর জন্ম।

১৮৮৯ অভিনেতা ও নাট্যকার মহর্ষি মনোরঞ্জন ভট্টচার্যের জন্ম।

১৮৯১ জার্মান অন্তর্দাহ ইঞ্জিনের উদ্ভাবক নিকোলাউস অটোর মৃত্যু।

১৮৯৫ ইংরেজ গণিতজ্ঞ আর্থার ক্যালির মৃত্যু।

১৯০৫ ক্যাপটেন ওয়েলস দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় পৃথিবীর বৃহত্তম হীরক খণ্ড ‘কালিনান’ লাভ করেন।

১৯১১ নোবেলজয়ী (১৯৫৫) মার্কিন পদার্থবিদ পোলকার্প কুশের জন্ম।

১৯১৮ রুমানীয় নেতা নিকোলায় চসেস্কুর জন্ম।

১৯৩০ ভারতের স্বরাজ বা স্বাধীনতা দিবস সর্বপ্রথম উদযাপিত হয়।

১৯৪১ নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান ঘটে।

১৯৪৩ রুশ উদ্ভিদবিদ নিকোলাই ভাভিলভে্র মৃত্যু।

১৯৫০ ভারতের সাধারণতন্ত্র ঘোষণা করা হয় এবং সংবিধান বলবৎ হয়।

১৯৫২ খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দেন।

১৯৬৫ হিন্দিকে ভারতের সরকারি ভাষা করা হয়।

১৯৬৯ হিন্দু ধর্মের সৎসঙ্গ সম্প্রদায়ের প্রবর্তক অনুকূলচন্দ্র ঠাকুরের মৃত্যু।

১৯৮২ তালিবাবাদে বাংলাদেশের উপগ্রহ ভূকেন্দ্র স্থাপিত হয়।

পূর্ববর্তী নিবন্ধতৈরি পোশাকের বাজার সম্প্রসারণে আরো উদ্যোগী হতে হবে
পরবর্তী নিবন্ধঠাকুর অনুকূলচন্দ্র : সাধক, চিকিৎসক