সুরিনামের জাতীয় দিবস
১৫৩৮ পর্তুগিজ নৌবাহিনী ভারত থেকে নৌ–সেনাদের সরিয়ে নিয়ে যায়।
১৫৬২ স্পেনীয় নাট্যকার ও কবি লোপা দ্য ভেগা–র জন্ম।
১৭১২ ফরাসি শিক্ষাবিদ শার্ল মিশেল আবা দে লাপা–র জন্ম।
১৭৮৭ অস্ট্রীয় সংগীতস্রষ্টা ফান্ৎস্ গ্রুবের–এর জন্ম।
১৮১৩ জেনালে হেস্টিংস্–এর উপস্থিতেতে কলকাতার বিখ্যাত চৌরঙ্গী থিয়েটারের উদ্বোধন হয়।
১৮২৮ ক্রোয়েশীয় রাষ্ট্রনায়ক ও ঐতিহাসিক ফ্রানেও রাশ্কি–র জন্ম।
১৮৪৪ জার্মান মোটর গাড়ির পথিকৃৎ কার্ল ফ্রিডরিখ বেনজ–এর জন্ম।
১৮৫৯ ডারউইনের ‘অরিজিন অব দ্য স্পেসিস’ণ্ডপ্রথম প্রকাশিত হয।
১৮৫৭ সিপাহি বিদ্রোহ দমনকারী ব্রিটিশ সেনা অফিসার স্যার হেনরি হ্যাভলকের মৃত্যু।
১৮৬৫ জার্মান অভিযাত্রী হিনরিখ বার্থ–এর মৃত্যু।
১৮৭৫ ব্রিটেন মিশরে খতিবের কাছ থেকে সুয়েজ খালের ৪৪ শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৭৮ জার্মান অভিব্যক্তিবাদী নাট্যকার গেওর্গ কাইজারের জন্ম।
১৮৯৭ শিক্ষাবিদ ত্রিপুরাশঙ্কর সেনাশাস্ত্রীর জন্ম।
১৮৯৮ খা্যতনামা চিত্রনাট্যকার ও পরিচালক দেবকীকুমার বসুর জন্ম।
১৯০৬ নাট্যকার নূরুল মোমেন–এর জন্ম।
১৯১১ ফরাসি মার্কসবাদী নেতা পল লাফাফের মৃত্যু।
১৯২৫ মার্কিন লেখক ও সমাজ সমালোচক আপটন সিনক্লেয়ার–র মৃত্যু।
১৯৩৬ জার্মানি ও জাপান কমিউনিস্ট ইন্টারন্যাশনাল বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
১৯৫০ সাহিত্যে নোবেলজয়ী (১৯৪৪) ডেনিশ লেখক যোহন্নেস ডিল্হেল্ম্ ইয়েনসেন–র মৃত্যু।
১৯৫৫ ব্রিটিশ জীববিজ্ঞনী আর্থার চ্যান্সলেরের মৃত্যু।
১৯৫৭ মেক্সিকোর চিত্রশিল্পী দিয়েগো রিভেরার মৃত্যু।
১৯৬৮ মার্কিন ঔপন্যাসিক ও সমাজ–সমালোচক আপটন সিনক্লেয়ার–এর মৃত্যু।
১৯৭০ জাপানি ঔপন্যাসিক ও নাট্যকার ইউকিও মিশিমা–র মৃত্যু।
১৯৭৪ জাতিসংঘের তৃতীয় মহাসচিব উ থান্ট–শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৭৫ সুরিনাম [ওলন্দাজ গায়না] ঔপনিবেশিক শাসন মুক্ত স্বাধীন প্রজাতন্ত্রের রূপ নেয়।
১৯৮১ খ্যাতনামা সংগীতশিল্পী ও সংগীত পরিচালক রাইচাঁদ বড়াল–এর জীবনাবসান।
১৯৯০ ভারতের অগ্রগণ্য কমিউনিস্ট নেতা ও ট্রেড ইউনিয়ন সংগঠক মহম্মদ ইলিয়াস–এর মৃত্যু।