১৭৮০ পাঞ্জাবের মহারাজা রণজিৎ সিং–এর জন্ম।
১৮০৫ ফরাসিরা ভিয়েনা দখল করে নেয়।
১৮৩১ অবিভক্ত ভারতের উচ্চপদস্থ ব্রিটিশ কর্মচারী স্যার অ্যাশলে ইডেন–এর জন্ম।
১৮৩৫ টেঙাসে মেঙিকোর কাছে থেকে আলদো হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৪৯ ইংরেজ চিত্রশিল্পী উইলিয়াম এটি–র মৃত্যু।
১৮৪৭ বাংলা গদ্য সাহিত্যের বিশিষ্ট মনীষা মীর মশাররফ হোসেন–এর জন্ম।
১৮৫০ স্কটিশ কথাশিল্পী লুইস স্টিভেনসন–এর জন্ম।
১৮৫১ লণ্ডন ও প্যারিসের মধ্যে টেলিগ্রাফ সার্ভিস চালু হয়।
১৮৬২ জার্মান কবি ও মনীষী ইয়োহান লুদভিগ্ উলান্ট–এর মৃত্যু।
১৮৬৮ ইতালীয় সংগীতজ্ঞ ও সুরস্রষ্টা জোয়াক্কিনো রসিনি–র মৃত্যু।
১৮৭২ সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৭ রক্তাক্ত রবিবারের ট্রাফালগার স্কোয়ারে সমাজতন্ত্রী ও আইরিশ বিক্ষোভকারীদের অনেকেই হতাহত হন।
১৯০৩ ফরাসি চিত্রশিল্পী কামিই পিসারো–র মৃত্যু।
১৯০৭ ইংরেজ কবি ফ্রান্সিস টমসন–এর মৃত্যু।
১৯১২ জার্মান নাট্যকার ইউজেন আয়োনেস্কা–র জন্ম।
১৯২১ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
১৯৪৫ সুকার্নো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৫০ ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।
১৯৬৩ ব্রিটিশ মহিলা প্রত্নতত্ত্ববিদ মার্গারেট অ্যঅলিস মারো–র জীবনাবসান।
১৯৭০ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব বাংলায় পাঁচ লক্ষ লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৬ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী তানিয়া ঠাকুরের মৃত্যু।
১৯৭৪ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতালীয় চলচ্চিত্রকার ভিত্তোরিও দে সিকা–র মৃত্যু।
১৯৮৯ আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রাণীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ জন শ্রমিক আটকা পড়ে। পরে বিশেজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
১৯৯১ বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক নারায়ণ চৌধুরীর মৃত্যু।
১৯৯৬ রোমে বিশ্বখাদ্য শীর্ষে সম্মেলন শুরু।