এই দিনে

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

বিশ্বসঞ্চয় দিবস

১৭১২ জার্মান চিত্রশিল্পী ক্রিস্টিয়ান ভিলহেল্‌ম আর্নষ্ট ডিয়েট্রিখএর জন্ম।

১৭৪১ সুইস চিত্রশিল্পী মারিয়া আনা আনজেলিকা কাউফমানএর জন্ম।

১৭৬২ ফরাসি কবি আঁদ্রে শেনিয়ের জন্ম।

১৮২৩ যন্ত্রচালিত তাঁতের উদ্ভাবক এডমন্ড কার্টরাইটএর মৃত্যু।

১৮৫৩ বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও অনুশীলন সমিতির সভাপতি প্রমথনাথ মিত্রের জন্ম।

১৮৬৪ অষ্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজাদ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৬৫ প্রথমস্থান অধিকারী প্রথম বাঙালি মহিলা এম বি গ্রাজুয়েট ডাঃ ভার্জিনিয়া মেরী মিত্রের জন্ম।

১৮৭১ ফরাসি কবি পল ভ্যালেরির জন্ম।

১৮৭৫ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট নেতা বল্লভভাই প্যাটেলএর জন্ম।

১৮৮৩ আর্যসমাজএর প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী (মূলাশংকর)-এর দেহাবসান।

১৮৮৫ মার্কিন কবি, সমালোচক ও অনুবাদক এজরা পাউন্ডের জন্ম।

১৮৮৭ শিশু সাহিত্যিক সুকুমার রায়এর জন্ম।

১৮৯৫ নোবেলজয়ী (১৯৩৯) জার্মান ভেষজবিজ্ঞানী গেরহার্ড ডেমোগএর জন্ম।

১৯০০ নোবেলজয়ী (১৯৬৭) সুইডিশ শারীরবিদ রাগনার আর্থার গ্রানিট এর জন্ম।

১৯০১ সাহিত্যিক খান মুহাম্মদ মঈনুদ্দীনের জন্ম।

১৯০১ কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্তের জন্ম।

১৯০৯ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বিজ্ঞানী ড. হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম।

১৯১০ বিশ্বের প্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯০১) ফরাসি মানবহিতৈষী ও রেডক্রস প্রতিষ্ঠাতা ঝাঁ আাঁরি দুনাঁএর মৃত্যু।

১৯১৮ অস্ট্রিয়ায় বিপ্লব সংঘটিত হয়।

১৯১৮ হাঙ্গেরিতে বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের সূচনা হয়।

১৯১৮ চেকোস্লোভাকিয়াকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯২২ ইতালিতে বেনিতো মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।

১৯২৩ কামাল পাশার [আতাতুর্ক] নেতৃত্বে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।।

১৯৪৫ ভারত জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬২ খ্যাতনামা ঐতিহাসিক সুরেন্দ্রনাথ সেনএর মৃত্যু।

১৯৭৫ নোবেলজয়ী (১৯২৫) জার্মান পদার্থবিদ গুস্তাফ হার্টসএর মৃত্যু।

১৯৮২ শিক্ষাবিদ ও সাংবাদিক খগেন্দ্রনাথ সেনএর মৃত্যু।

১৯৮৫ বাংলাদেশের টিভি ব্যক্তিত্ব ফজলে লোহানীর মৃত্যু।

১৯৯০ ভারতীয় জনতা পার্টি ও বিশ্বহিন্দু পরিষদ অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে সেখানে রামমন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নিলে উপমহাদেশে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধজননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তৎপর হতে হবে
পরবর্তী নিবন্ধফজলে লোহানী : সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব