এই দিনে

| মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

খ্রিপূ. ৫৫১ চীনা দার্শনিক কনফুসিয়াসের জন্ম।

১৫৩৪ বিজাপুরের ইসমাইল আদিল শাহের মৃত্যু।

১৫৭৬ ইতালির অনন্য চিত্রশিল্পী তিতিয়ান প্লেগাক্রান্ত হয়ে মারা যান।

১৬৩৫ স্পেনীয় নাট্যকার ও কবি লোপা দ্য ভেগার মৃত্যু।

১৭৭০ বিশ্বখ্যাত জার্মান দার্শনিক ভিলহেল্‌ম ফ্রিডরিখ হেগেলএর জন্ম।

১৭৮১ পাল্লিলোরে হায়দার আলী ব্রিটিশ সৈন্যদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন।

১৭৮৪ জেমস টেলর এডিনবার্গে ব্রিটেনের প্রথম বেলুন উড্ডয়নের কৃতিত্ব দেখান।

১৭৮৯ ফরাসি জাতীয় সংসদে মানবাধিকার ঘোষণা গৃহীত হয়।

১৮১৩ ড্রেসডেনের যুদ্ধে পেনোলিয়ন অস্ট্রীয়দের পরাজিত করেন।

১৮৫৬ ইউক্রেনীয় লেখক ও পণ্ডিত ইভান ফ্রাংকোর জন্ম।

১৮৬৯ উপমহাদেশে ফুটবলের জনক নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জন্ম।

১৮৭০ শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম ‘শ্রমজীবী সঙ্ঘ’ প্রতিষ্ঠা করেন।

১৮৭৪ রসায়নে নোবেলজয়ী (১৯৩১) জার্মান বিজ্ঞানী কার্ল বশএর জন্ম।

১৮৮২ মার্কিন চলচ্চিত্রের ম্যাগনেট স্যামুয়েল গোল্ডউইনএর জন্ম।

১৮৮৩ ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।

১৯০৮ ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যানএর জন্ম।

১৯১০ নোবেলজয়ী (১৯৭৯) নিবেদিত প্রাণ সেবিকা মাদার তেরেসার জন্ম।

১৯১৫ নোবেলজয়ী (১৯৮৯) মার্কিন পদার্থবিদ নর্মান ফস্টার র‌্যামসের জন্ম।

১৯২৮ কেলগব্রিয়াঁ চুক্তি নামে পরিচিত পারি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩২ আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৪৪ আরবি ও ফারসি ভাষায় পণ্ডিত ড. মহম্মদ ইসহাকের প্রচেষ্টায় ভারতবর্ষে ‘ইরান সোসাইটি’ গঠিত হয়।

১৯৫৮ সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক৩ উৎক্ষেপণ করে।

১৯৬৫ সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ের মৃত্যু।

১৯৭৬ জনপ্রিয় নেপথ্য কণ্ঠসঙ্গীত শিল্পী মুকেশণ্ডএর মৃত্যু।

১৯৭৯ লর্ড মাউন্টব্যাটেন নিহত হন।

১৯৮৮ প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।

১৯৯১ সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা ঘোষণা করে।

পূর্ববর্তী নিবন্ধদেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা জরুরি
পরবর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম : প্রেম ও দ্রোহের কবি