বেনিন–এর জাতীয় দিবস, সুইজারল্যান্ড–এর কনফেডারেশন
প্রতিষ্ঠা দিবস ও বিশ্ব মাতৃদুগ্ধ দিবস
১৭৭৩ ইংল্যান্ডের পার্লামেন্ট ভারত ইংরেজ শাসন সংস্কারের উদ্দেশ্যে ‘রেগুলেটিং অ্যাস্ট’ আইন বিধিবদ্ধ করা হয়।
১৭৭৪ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ স্যার জোসেফ প্রিস্ট্লি অক্সিজেন আবিষ্কার করেন।
১৭৯৮ আবুকির উপসাগরের যুদ্ধে নেপোলিয়ন ব্রিটিশ নৌ অধ্যক্ষ নেলসনের হাতে পরাস্ত হন।
১৮৩৪ ব্রিটিশ সাম্রাজ্যে দাস ব্যবসা বিলুপ্ত করা হয়।
১৮৪৬ শিল্পপতি ও প্রগতিশীল সংস্কারক দ্বারকানাথ ঠাকুরের মৃত্যু।
১৮৫৭ সাহিত্যিক যোগীন্দ্রনাথ বসুর জন্ম।
১৮৬১ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থানুকূল্যে ও মনোমোহন ঘোষের সম্পাদনায় পাক্ষিক ‘ইন্ডিয়ান মিরর’–এর প্রকাশ।
১৮৮১ চিত্রশিল্পী ও সংগীতসাধক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায় (ও. সি. গাঙ্গুলি)-এর জন্ম।
১৮৮২ অস্ট্রেলিয় কবি হেনরি কেন্ডাল–এর মৃত্যু।
১৮৮৫ নোবেলজয়ী (১৯৪৩) হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি–র জন্ম।
১৮৯৪ চীন–জাপান যুদ্ধ (১৮৯৪–৯৫) শুরু।
১৮৯৫ বাংলায় বিজ্ঞানচর্চার পথিকৃৎ স্বভাববিজ্ঞানী গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্ম।
১৯১৪ রাশিয়ার বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করলে প্রথম বিশ্বযুদ্ধের আংশিক সূচনা।
১৯১৬ অ্যানি বেসান্তের উদ্যোগে স্বরাজ লীগ প্রতিষ্ঠা হয়।
১৯১৯ পাঞ্জাবি কথাশিল্পী অমৃতা প্রতীম–এর জন্ম।
১৯২০ ভারতীয় মুক্তিসংগ্রামী বাল গঙ্গাধর তিলকের মৃত্যু।
১৯২৪ বিশ্ব ক্রিকেটের অনন্য ব্যক্তিত্ব ফ্রাংক ওরেল–এর জন্ম।
১৯২৭ চীনের লাল ফৌজ গঠিত হয়।
১৯৪১ লেখক অধ্যাপক দিলওয়ার হোসেনের জন্ম।
১৯৪৪ ওয়ারশ–তে অভ্যুত্থান ফুঁসে ওঠে।
১৯৬০ ফরাসি উপনিবেশ বেনিন স্বাধীনতা লাভ করে।
১৯৬০ ডাহোমি স্বাধীনতা লাভ করেন।
১৯৬৭ নোবেল পুরস্কার (১৯৩৮) প্রত্যাখ্যানকারী অস্ট্রীয় রসায়নবিদ রিখার্ড কুন–এর মৃত্যু।
১৯৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে নিউইয়র্ক শহরে ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠিত।
১৯৭৭ কৌতুকাভিনেতা জহর রায়ের মৃত্যু।
১৯৮২ সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর মৃত্যু।
১৯৮৭ সৌদি পুলিশের সঙ্গে সংঘর্ষে মক্কায় ২০০ জন ইরানি নিহত হয়।