১৫১১ ইতালীয় চিত্রশিল্পী, স্থপতি ও লেখক জর্জো ভাসারি–র জন্ম।
১৬৫৬ পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।
১৭৭১ ইংরেজ কবি টমাস গ্রে–র মৃত্যু।
১৭৮৪ ফরাসি দার্শনিক, সমালোচক ও ‘মহাকোষ’ রচনার রূপকার দেনি দিদেরো–র মৃত্যু।
১৮১৮ ইংরেজ ঔপন্যাসিক এমিলি ব্রন্টি–র জন্ম।
১৮৬৩ মার্কিন মোটরগাড়ি উৎপাদনকারী হেনরি ফোর্ড–এর জন্ম।
১৮৬৬ ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডা, চার্লস হেস্টিংস–এর মৃত্যু।
১৮৭০ প্রাণিবিদ্যা বিশারদ মহামহোপাধ্যায় সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণের জন্ম।
১৮৮৮ ফরাসি নাট্যকার ও ঔপন্যাসিক জাঁ জাক বের্নার–এর জন্ম।
১৮৯৪ ইংরেজ লেখক ওয়াল্টার প্যাটার–এর মৃত্যু।
১৮৯৭ সাহিত্যিক, শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কাজী মোতাহার হোসেন–এর জন্ম।
১৮৯৮ জার্মান রাষ্ট্রনায়ক অটো ফন বিসমার্ক–এর মৃত্যু।
১৮৯৮ বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ইংরেজ ভাস্কর হেনরি মুর–এর জন্ম।
১৯০০ ইতালির রাজা প্রথম উমবের্তোর মৃত্যু।
১৯২১ সাংবাদিক অমৃতলাল রায়ের মৃত্যু।
১৯৩৫ বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।
১৯৪৮ লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।
১৯৫৬ পণ্ডিত যোগেশচন্দ্র রায় বিদ্যানিধির মৃত্যু।
১৯৬৬ ওয়েস্ট জার্মানিকে ৪–০ গোলে পরাজিত করে ইংল্যান্ড বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।
১৯৬৯ মার্কিন নভোখেয়া মেরিনার ৬ এর মাধ্যমে মঙ্গল থেকে পৃথিবীতে টিভি ছবি পাঠানো হয়।
১৯৮০ ভানুয়াট প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ করে।
১৯৮০ চিত্রশিল্পী গোপাল ঘোষের মৃত্যু।
১৯৮৭ সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মৃত্যু।