বিশ্ব ম্যালেরিয়া দিবস
১৪৫২ ইতালীয় চিত্রশিল্পী ও স্থপতি লেওনার্দো দা ভিঞ্চি–র জন্ম।
১৪৭২ ইতালীয় ভাস্কর, স্থপতি, লেখক ও সুরকার লিওনে বাত্তিস্তা আলবের্তির মৃত্যু।
১৫৯৫ ইতালীয় কবি তরকোয়াতো তাসো–র মৃত্যু।
১৫৯৯ ইংল্যান্ডের বুর্জোয়া বিপ্লবের নেতা অলিভার ক্রমওয়েলের জন্ম।
১৭১০ ইংরেজ জ্যোতির্বিদ জেমস ফার্গুসন–এর জন্ম।
১৭৪৪ সেন্টি গ্রেড থার্মোমিটারের সুইডিশ উদ্ভাবক সেলসিয়াস–এর মৃত্যু।
১৭৬৯ প্রকৌশলী ও উদ্ভাবক মার্ক ব্রুনেল–এর জন্ম।
১৭৯২ প্যারিতে প্রথম গিলোটিন স্থাপিত হয়।
১৮০০ ইংরেজ কবি উইলিয়াম কাউপার–এর মৃত্যু।
১৮০৮ ভারতীয় স্থাপত্য বিশারদ ব্রিটিশ স্থপতি জেমস ফার্গুসন–এর জন্ম।
১৮৫৩ মার্কিন শল্যবিদ ও চিকিৎসাবিদ্যা গবেষক উইলিয়াম বউমন্ট–এর মৃত্যু।
১৮৫৯ সুয়েজ খাল খননের কাজ শুরু হয়।
১৮৭০ আইরিশ ঐতিহাসিক চিত্রী ড্যানিয়েল ম্যাকলিস–এর মৃত্যু।
১৮৭৩ ইংরেজ কবি ও ঔপন্যাসিক ওয়ালটার ডি লা মেয়ার–এর জন্ম।
১৮৭৪ নোবেলজয়ী (১৯০৯) পদার্থবিদ গুগ্লিয়েল্মা মার্কনি–র জন্ম।
১৮৮৯ জাপানি চিত্রশিল্পী কাওয়ানাবে কিওসাই–এর মৃত্যু।
১৮৯৮ নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিয়েসনতি আলেইসান্দ্র–র জন্ম।
১৯০০ নোবেলজয়ী (১৯৪৫) অস্ট্রীয় পদার্থবিদ ভোল্ফগ্যাং পাউলি–র জন্ম।
১৯২০ পলিবিদ্যা বিশারদ সতীশচন্দ্র বিদ্যাভূষণের মৃত্যু।
১৯৪৫ জাতিসংঘ সনদ প্রস্তুতির জন্যে মিত্রশক্তির সানফানসিসকো সম্মেলন শুরু।
২০০০ ফরাসি গণিতবিদ লুচিন্ রে ক্যাম–এর মৃত্যু।
২০০১ প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ছায়া দেবী (চট্টোপাধ্যায়)-র মৃত্যু।