দিবস : ভারতের জাতীয় বিজ্ঞান দিবস।
১৫১৩ বিবরণকার রবার্ট ফ্যাবিয়ান–এর মৃত্যু।
১৫৩৩ ফরাসি লেখক মিশেল দ্য মঁতেন–এর জন্ম।
১৫৮০ প্রথম খ্রিস্টান মিশন আকবরের রাজ দরবারের উপস্থিত হন।
১৬৮৩ থার্মোমিটার স্কেলের ফরাসি উদ্ভাবক র্যনে দ্য রেঅম্যুর–এর জন্ম।
১৮২৩ ফরাসি ঐতিহাসিক ও দার্শনিক ঝোসেফ অ্যার্নেস্ত র্যনাঁ–র জন্ম।
১৮৪৪ নাট্যকার, রঙ্গালয় পরিচালক ও অভিনেতা গিরিশচন্দ্র ঘোষের জন্ম।
১৮৫৯ জোতির্বিদ ম্যানুয়েল জন জনসন–এর মৃত্যু।
১৮৬৮ লেখক ও সাংবাদিক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম।
১৮৬৯ ফরাসি কবি আলফঁস দ্য লামার্তিন–এর মৃত্যু।
১৮৮৩ ভারতে প্রথম টেলিগ্রাফ চালু হয়।
১৮৯৩ রুশ চলচ্চিত্র পরিচালক পুদোভকিন–এর জন্ম।
১৮৯৫ ফরাসি নাট্যকার মার্সেল প্যানিওল–এর জন্ম।
১৮৯৬ নোবেলজয়ী (১৯৫০) মার্কিন চিকিৎসক ফিলিপ হেঞ্চ–এর জন্ম।
১৯০১ নেবেলজয়ী (১৯৫৪) মার্কিন রসায়নবিদ লিনাস কার্ল পাউলিং–এর জন্ম।
১৯০৯ ইংরেজ কবি ও সমালোচক স্টিফেন স্পেন্ডারের জন্ম।
১৯১৬ মার্কিন কথাসাহিত্যিক হেনরি জেমস্–এর মৃত্যু।
১৯১৯ স্বাধীন রাষ্ট্র হিসেবে আফগানিস্তানের অভ্যুদয়।
১৯২১ আইনজ্ঞ দেশবতী ও দানবীর রাসবিহারী ঘোষের মৃত্যু।
১৯৩৬ ফরাসি অণুজীব বিজ্ঞানী শার্ল ঝুল আঁর নিকোল–এর মৃত্যু।
১৯৪৮ ব্রিটিশ সৈন্যদের শেষ দলটি ভারত ত্যাগ করে।
১৯৫০ মঞ্চাভিনেতা নির্মলেন্দু লাহিড়ীর মৃত্যু।
১৯৫০ লোকসংগীত শিল্পী ও মুক্তিযোদ্ধা আজম খানের জন্ম।
১৯৫৯ মার্কিন নাট্যকার ম্যাঙওয়েল অ্যান্ডারসন–এর মৃত্যু।
১৯৭০ সাহিত্য সমালোচক ও গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭৫ লন্ডনে ভূগর্ভস্থ ট্রেন দুর্ঘটনায় ৪২ জনের মৃত্যু।
১৯৮২ ঢাকায় জাতীয় সংসদ ভবন উদ্বোধন হয়।