ভোরে সূর্যোদয়ে প্রবাহিত অলোক অশরণ
কুসুমের পুষ্পসমাহার ঝরা বকুলে আকীর্ণ কান্তা।
চারিদিক নিস্তব্ধ কোলাহল হীন
পাহাড়ি ঝর্ণা ধারা কুল কুল সুর।
প্রতীক্ষার প্রহর হলকর্ষণোৎসবে
কথা ছিল এমন কোন ভোরে
আসবে তুমি নীলাভ শ্বেতদুকুলে
কেটেছিল প্রতিক্ষার প্রহর।
দূর পাহাড়ি বীথিকায় আদি ঢং
নিত্য প্রবাহিনী শঙ্খ
প্রতিক্ষার রোদনে দিবানীশি
বারিধায় সহর্ষ অবগাহন।
সার্থবাহর ন্যায় অরণ্য কান্তা বারিধি
জীবন সংসারে শুধুই চলেছি
সাজ বেলায় পেলাম দেখলাম তোমার রূপ
বড় মলিন, কুঞ্চিত ত্বক শত রোগ ব্যাধি।
জর্জরিত তুমি মৃত্যুর শয্যায়
প্রতিক্ষায় মৃত্যুর ক্ষণ শেষ নিঃশ্বাস
আজ বড় বেশি করুণা হলো
যৌবন রূপ উন্মাদনা হীন।
এই তুমি, কি সেই তুমি?