এই অর্জনে মহেশখালীর মাটি ও মানুষের অধিকার আছে

কাওসার চৌধুরী

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন মহেশখালীর মাতারবাড়ির সন্তান নির্মাতা কাওসার চৌধুরী। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আজাদীকে বলেন, একুশে পদকের জন্য মনোনীত হওয়া বা প্রাপ্তি নিঃসন্দেহে আনন্দের। আমি প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও যে কমিটি আমাকে মনোনীত করেছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার একার নয়, এখানে আমার জন্মস্থান মহেশখালীর মাটি ও মানুষের অধিকার আছে। আমি যেহেতু মহেশখালীর মাটিতে জন্মগ্রহণ করেছি, মাটিকে বাদ দিয়ে মানুষের কোনো কিছুই হয় না। মাটিকে বাদ দিয়ে মানুষের আনন্দ হয় না, দুঃখ হয় না; আবার মৃত্যুও হয় না। যেহেতু আমার মৃত্যুর পর আমার ডেডবডিটি মহেশখালীতেই যাবে, সেহেতু আমি মহেশখালীর মাটি ও মানুষের কাছে এবং আপনাদের কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, এটিও বলতে হয় যে, এ পুরস্কার আমাকে আনন্দিত করার পাশাপাশি আমার দুটো কাজ নিয়ে আমাকে অনেক ভারী করেছে। এটা হচ্ছে দায়িত্বের ভার। আগের চেয়ে দায়িত্বটা অনেক গুণ বেড়ে গেল। আমার কমিটমেন্টও আরো বেড়ে গেল। আমি চেষ্টা করব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এ কাজ যেন করে যেতে পারি। জয় বাংলা।

পূর্ববর্তী নিবন্ধমায়ের কথাকে প্রাধান্য দিয়ে জাতির জন্য কাজ করেছি
পরবর্তী নিবন্ধরুমায় যুবককে গুলি, প্রতিবাদে যান চলাচল বন্ধ, বিক্ষোভ