ভিডিও গেইম নির্মাতা ইলেকট্রনিক আর্টস নিজেদের ব্যাটলফিল্ড গেইমের মোবাইল সংস্করণ নিয়ে কাজ করছে, এই খবর রটেছিল এপ্রিলে। এবার মিলেছে গেইমটির বেটা টেস্টিং সম্পর্কিত নতুন খবর। আসছে শরতেই শুরু হবে এর বেটা টেস্টিং। সমপ্রতি গেইমটি নিয়ে নিজেদের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে ইলেকট্রনিক আর্টস। খবর বিডিনিউজের। প্রতিষ্ঠানটি বলছে, তাদের বেটা টেস্টিংয়ে ধারাবাহিক ছোট ছোট খেলা থাকবে, এবং এতে অংশ নেবেন ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের অ্যান্ড্রয়েড ডিভাইসধারী গেইমাররা। এ প্রসঙ্গে কমিউনিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি লিখেছে, আমরা পরীক্ষা অব্যাহত রাখার পাশাপাশি, এই পরীক্ষার আকার বাড়াবো, এবং নতুন এলাকা যোগ করবো।
এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, প্রাথমিক বেটা টেস্টিংয়ে ‘গ্র্যান্ড বাজার’ নামের একটি ম্যাপ-ই শুধু ফিচার করা হবে। তাছাড়া দেখা মিলবে ফ্র্যাঞ্চাইজির সিগনেচার ‘কনকোয়েস্ট’ গেইমিং মোডের। ২০২২ সালে গেইমটি মুক্তির আগে অন্যান্য ম্যাপ ও মোডের ব্যাপারে আরও বিস্তারিত জানাবে বলে আশ্বস্ত করেছে ইএ। ইএ নিশ্চিত করেছে, গেইমটি বিনামূল্যে খেলা যাবে এবং এতে শুধু ‘কসমেটিক আইটেম’ থাকবে। ‘অপশনাল সিজনাল ব্যাটল পাস’ এর মাধ্যমে সেগুলো অর্জন করে নেওয়ার সুযোগ থাকবে গেইমারদের জন্য। ব্যাটলফিল্ড মোবাইল কনসোল বা পিসি সংস্করণে ‘ক্রস প্লে’ সমর্থন করবে না। বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের গেইমাররা গেইমের আসন্ন বেটা টেস্ট সম্পর্কে আরও তথ্য পেতে গুগল প্লে স্টোরে প্রি রেজিস্ট্রেশন করতে পারছেন।