গত এক দিনে সাত ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাতে এই বছর এই রোগে মৃত্যুর সংখ্যা একশ’ ছাড়িয়ে গেল। ডেঙ্গু রোগে বাংলাদেশে ২০১৯ সালে সবচেয়ে বেশি ১৬৪ জনের মৃত্যু হয়েছিল, ২০২১ সালে মারা যান ১০৫ জন। করোনাভাইরাসের দাপটের মধ্যে ২০২০ সালে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর সরকারি নথিতে আসেনি। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যুতে এই বছর মৃতের সংখ্যা বেড়ে হল ১০৬। এরমধ্যে এক দিনে ৭ মৃত্যু এবছর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৩ অক্টোবর একদিনে আটজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত এক দিনে যারা মারা গেছেন, তারা সবাই ঢাকার। শুধু স্কয়ার হাসপাতালেই মৃত্যু হয়েছে ৫ জনের। ঢাকা শিশু হাসপাতালে একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত এক দিনে ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এবছর এই পর্যন্ত হাসপাতালে ভর্তি হলেন ২৭ হাজার ৮০২ জন। রোগী ভর্তির তথ্য ঢাকার ৫২টি সরকারি, বেসরকারি হাসপাতাল এবং বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিস থেকে পাঠানো হয়। ডেঙ্গু আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি হননি, এমন রোগীরা রয়ে যান এই হিসাবের বাইরে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ৫৬৫ জন ঢাকার শহরের। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। ঢাকা মহানগরের বাইরে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৬ জন চট্টগ্রাম বিভাগের।










