‘বাংলাদেশ’ শুধু একটি দেশের নাম নয়, ৭১এর অসংখ্য মায়ের বুক খালি করা আর্তনাদের নাম বাংলাদেশ, অনেক স্ত্রীর নিঃশব্দে কান্নার নাম বাংলাদেশ, অসংখ্য বাবা সন্তানের ঘুমন্ত হাতটি ছেড়ে কালের গর্ভে হারিয়ে যাওয়ার নাম বাংলাদেশ। এত ত্যাগের বিনিময়ে একটায় চাওয়া ছিলো আমরা স্বাধীন দেশের মানুষ হবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে সুরক্ষিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে আমরা একটি অসহায় জাতিতে পরিণত হয়েছি। সরকারি স্কুলের ভর্তিযুদ্ধে সুযোগ না পেয়ে হেরে যাওয়া স্কুল পড়ুয়া ছেলেটা বলতে পারবে আমদের দেশের কত বিদঘুটে অবস্থা, চাকরি না পাওয়া বেকার ছেলেটা বলতে পারবে দেশের মানদণ্ড কোথায়, ভালো খাবারের গন্ধে বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সুবিধাবঞ্চিত ছেলেটা বলতে পারবে দ্রব্যমুল্যের বাজারের অসহায় অবস্থার কথা। কোনোভাবেই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারছি না। উন্নতদেশ গুলোতে সরকার প্রতিটা নাগরিকদের অবস্থাভেদে অনেক সুযোগ সুবিধা এবং ভাতা প্রদান করে থাকে। কিন্তু নাগরিক হিসাবে আমাদের দেশে সরকার প্রদত্ত কোনো সুযোগ সুবিধা নেই বললেই চলে। এতো সরকার এলো–গেলো অসহায় বাঙালি অসহায় থেকে গেলো। এই অবস্থা পরিবর্তনের জন্য সরকার এবং প্রতিটি নাগরিকের যদি সচেতনতা না আসে, তাহলে জাতি হিসেবে রসাতলে যেতে হয়তো আর বেশি বাকি নেই। পরিবর্তনের হাওয়া লাগুক সর্বস্তরে।