এ এইচ এম আব্দুল বাকীর মৃত্যুবার্ষিকী আজ

| বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনপুরা নিবাসী সাবেক ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিশিষ্ট সমাজসেবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী ক্রীড়াবিদ এ এইচ এম আব্দুল বাকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, কোরানখানির আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান ইউনানী ও আয়ূর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি চট্টগ্রাম, হাটহাজারী, পটিয়া, মহেশখালী, বরিশাল, হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনওশা মিয়া
পরবর্তী নিবন্ধমাদারবাড়ীতে মেধাবী ১১ শিক্ষার্থী পেল নগদ টাকা