ঋত্বিক বাংলাদেশের ভূমিপুত্র। তাঁর নির্মিত প্রতিটি চলচ্চিত্রে তিনি এ বাংলার প্রতি তাঁর ভালোবাসার কথা নানা অনুষঙ্গে উপস্থাপন করেছেন। ঋত্বিক তাঁর চলচ্চিত্রে বিনোদনের পরিবর্তে আমাদের সমাজের নানা অসঙ্গতির প্রসঙ্গ সাহসের সঙ্গে চিত্রায়িত করে গেছেন।
বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিককুমার ঘটকের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় পর্যায়ে গত ১৪ নভেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ঋত্বিক ঘটক স্মারক বক্তৃতায় বক্তারা তাঁদের বক্তব্যে এসব কথা তুলে ধরেন। এবারের স্মারক বক্তৃতায় ‘জন্মশতবর্ষে ঋত্বিককে শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কবি, অনুবাদক এবং চলচ্চিত্র গবেষক আলম খোরশেদ। আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক খন রঞ্জন রায়। স্বাগত বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো ল্যাকরাম্প। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের কবি ও লিটল ম্যাগাজিন গবেষক কমলেশ দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।











