ঋণের টাকায় গড়া খামারে ‘বিষ’, এক হাজার মুরগির মৃত্যু

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বাবা মারা যাওয়ার পর পড়াশুনা ছেড়ে পরিবারের হাল ধরতে ঋণের টাকায় মুরগির খামার গড়েন সৌরভ। ৫ দিন আগে খামারে এনেছিলেন ১৩৫০টি মুরগির বাচ্চা আর খাবার। গত রোববার দিবাগত রাতে ‘দুর্বৃত্তের দেয়া বিষে’ খামারের এক হাজারের বেশি মুরগির মৃত্যু হয়।
রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া হাসমত আলী চৌধুরী বাড়ি এলাকায় ২ হাজার সেটের খামারে এ ঘটনা ঘটে। খামারী মো. হামিদুল্লাহ সৌরভ বিনাজুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের প্রয়াত মো. হারুনের ছেলে।
সৌরভ বলেন, গত ৫ দিন আগে প্রতিটি ৪১ টাকা করে ১৩৫০টি মুরগীর বাচ্চা খামারে তুলেছিলাম। ঋণের টাকায় কিনেছিলাম ৫ বস্তা খাদ্য। রোববার দিবাগত রাতে খামারের তারের বেড়া কেটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে প্রতিটি মুরগির পানি মিশ্রিত খাদ্যের পাত্রে বিষ প্রয়োগ করে। সোমবার সকালে এসে দেখি এক হাজারের বেশি মুরগি মরে পড়ে আছে। খামারে খাদ্যের পাত্রে বিষের ঘ্রাণ রয়েছে।
বিষয়টি জেনে খামারটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার ও থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
ইউএনও আবদুস সামাদ সিকদার বলেন, এতগুলো মুরগি মারা যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে মুরগীর মৃত্যুর কারণ নিশ্চিত করতে বলা হয়েছে। নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তদের শনাক্ত করা হবে। আইনী প্রক্রিয়ায় শাস্তির ব্যবস্থা নেয়া হবে।
ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, বিষক্রিয়া মৃত্যুর কারণ হলে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধমাঠে ৬৮ প্রার্থী, এবার হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বসছে সপ্তাহব্যাপী মেলা