ঊনসত্তরের গণঅভ্যুত্থানে চট্টগ্রামের মহানায়ক মোখতার আহমদ

স্মরণসভায় চসিক মেয়র রেজাউল

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদের ১৬তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম ও সাংস্কৃতিক সংগঠক শাহাবুদ্দীন মজুমদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধুর কারামুক্তি ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা মোখতার আহমদ ছিলেন সে সময়ের ছাত্র গণআন্দোলনের মহানায়ক। সেদিন তার সাহসী নেতৃত্বে অসংখ্য নিবেদিত কর্মী তৈরি হয়েছিল যারা পরবর্তী হয়ে ওঠেছিল মহান মুক্তিযুদ্ধের অগ্রবর্তী বাহিনী। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম বলেন, মোখতার আহমদ ছিলেন বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ।

বঙ্গবন্ধুর জীবনদর্শন তাকে রাজনীতিতে টেনেছিলেন। জননেতা এম এ আজিজ ছিলেন তার আস্থার কেন্দ্রভূমি। তাই মোখতার আহমদ একটি পরিচ্ছন্ন বলয় থেকে পরিশুদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে বলিষ্ঠ সংগঠকের ভূমিকা পালন করেন। বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ গবেষক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেন, মোখতার আহমদ ছিলেন আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার ধারক। তিনি একচুল পরিমাণও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাকে আদর্শিক চেতনার প্রতিকৃতও বলা যায়।

বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু ইএনসি, বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম জিলানী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র বণিক, ইন্দু নন্দন দত্ত, বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, সাইফুদ্দীন খালেদ বাহার, চসিক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, লেখক ড. মাসুম চৌধুরী, শরফুদ্দীন চৌধুরী রাজু, রাজিশ ইমরান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধারমানিকে অন্নকূট মহোৎসব মঙ্গলবার থেকে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বার্মিজ অজগর উদ্ধার