উড়ো কথা

টুম্পা ভট্টাচার্য্য | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

খুব মনে পড়ছে?

সেতো অপেক্ষমাণ রাতের আকাশই ভালো জানে!

কেন গেলে চলে?

বিবাগী মন হয়েছে ফেরারি, নির্জনতা সহযাত্রী

নিয়তিই করেছে অন্য পথের যাত্রী।

আজোও ভোলোনি?

যদি বলি স্মৃতির ক্যানভাসে এঁকেছি বারে বারে

একটি মুখচ্ছবি!

ওহ্‌,

তবে গোধূলির রঙটা ছুঁয়ে দিও সেই চিত্রপটে!

রঙ! সেতো বড্ড বেয়ারা,

পালিয়েছে কত আগে!

বেশ তো! আমি আকাশে দিলাম উড়িয়ে

তুমি ভোরের কাছে নিও চেয়ে!

পূর্ববর্তী নিবন্ধমানবতা ও নীরবতা
পরবর্তী নিবন্ধজীবনে নিজের পরিচয় তৈরি করা