উৎসবে হেমন্ত

যুবরাজ দাশ | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ৮:৪৩ পূর্বাহ্ণ

ধানগুলো ঐ করছে খেলা

রোধে মাথা দোলায়,

কাড়ি কাড়ি উঠেছে ধান

কৃষক ঘরের গোলায়।

হেমন্তের এই রোদের ছোঁয়ায়

শরৎ গেলো চলে,

হেমন্তে বয় শীতল হাওয়া

সর্ব জনে বলে।

নতুন ধানে পিঠের সুভাষ

উৎসবের হয় শুরু,

কৃষক ঘরে হয় বানানো

নতুন চালের নাড়ু।

বাংলার খুশি বাংলার রীতি

উৎসবের নেই শেষ,

এলে হেমন্ত কৃষক চাচার

কাটে চিন্তার রেশ।

হেমন্ততে হয় নবান্ন উৎসব

দুঃখ ভুলে মনের,

হেমন্ত মানে নতুন চালে

খুশি সর্বজনের।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি বাঁচাতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
পরবর্তী নিবন্ধপ্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রাসঙ্গিকতা