চট্টগ্রাম নগরীর অন্যতম সুপার মার্কেট “উৎসব”–এর আয়োজনে “Vlogging Competition 2025”-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত সেরা ১০ জন কনটেন্ট ক্রিয়েটরের হাতে তুলে দেওয়া হয় Crest of Excellence, পাশাপাশি সকল অংশগ্রহণকারীকে প্রদান করা হয় Certificate of Participation। অনুষ্ঠানে অতিথিরা বলেন, তরুণ প্রজন্মের প্রতিভা ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও মানসম্মত কনটেন্ট তৈরিতে ব্লগারদের উৎসাহিত করতেই উৎসব সুপার মার্কেটের এই প্রশংসনীয় আয়োজন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, পাঁচলাইশ আবাসিক এলাকার সেক্রেটারি মোহাম্মদ আবু শাহেদ সেলিম এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের সেক্রেটারি ও Asperia Health Careএর চেয়ারম্যান গোলাম মাসুদ বাকি। এছাড়া উপস্থিত ছিলেন উৎসব সুপার মার্কেটের চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম সোহেল, ম্যানেজিং ডিরেক্টর শহিদুল হক আজাদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
বিজয়ীরা এমন আয়োজনের জন্য উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে অংশ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াহিদ উর রহমান সাদি, শারাফত সিদ্দিকী রাহেব এবং আহমেদ খালেদ কায়সার। আয়োজকদের মতে, এ ধরনের সৃজনশীল উদ্যোগ প্রতিবছর আয়োজন অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।










