উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ তার প্রতিষ্ঠিত সুর–সপ্তক সংগীত বিদ্যাপীঠের আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান ও বার্ষিক পরীক্ষার সনদপত্র বিতরণের আয়োজন করা হয়েছে। আলোচনায় সভাপতিত্ব করবেন ডা. দুলাল কান্তি চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন ফটিকছড়ির আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলম জুয়েল, সপ্তস্বর সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ শিল্পী অরুণ বড়ুয়া, সুর–সপ্তকের অধ্যক্ষ উস্তাদ মাসুদ হোসেন।
অনুষ্ঠানে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন শিল্পী দোলন কানুনগো (মোহনবীণা), সমীর আচার্য্য (তবলা), উস্তাদ নীরদ বরণ বড়ুয়ার কন্যা ফাল্গুনী বড়ুয়া (কণ্ঠ), ঋতু দে (কণ্ঠ), শ্যামল দাশ (বেহালা), সুরজিৎ সেন (তবলা), রাজীব চক্রবর্তী (তবলা), সুমন বড়ুয়া (হারমোনিয়াম), প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), সম্পদ বড়ুয়া (তানপুরা)। প্রেস বিজ্ঞপ্তি।