উসকানিতে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না

মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন বিএনপি নেতারা। এসময় তারা বলেছেন, উসকানি বা পাতানো ফাঁদে পা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না।

হাটহাজারীতে এস এম ফজলুল হক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এস এম ফজলুল হক গতকাল বুধবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলার শিকারপুর কুয়াইশ ও বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এর মধ্যে রামকৃষ্ণ সংঘ পুলিন মাস্টার বাড়ি পূজামণ্ডপ, প্রগতি সংঘ পূজামণ্ডপ, সপ্তমুখী সমাজ কল্যাণ সমিতি পূজামণ্ডপ পরিদর্শকালে পংকজ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় তিনি বলেন, এ দেশে সকল ধর্মালবম্বী মানুষের সৌহার্দ্যসম্প্রীতি এবং সামাজিক সম্পর্ক অনুকরণীয়। ধর্ম যার যার হলেও সামাজিক আচারআচরণ, মিলে মিশে সামাজিক ও দেশের কর্মকাণ্ডে সবাই এক ও অভিন্ন। এ দেশের নাগরিক হিসেবে নিরাপদ, ন্যায়বিচার ও অধিকার ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ নেই।

এতে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি লায়ন হারুন অর রশীদ চেয়ারম্যান, বিএনপি নেতা খোরশেদ আলম চৌধুরী মেম্বার, মো. নুর হোসেন মেম্বার, এস এম মহিউদ্দিন, মুছা আনছারী, আজগর হোসেন মনু, মো. আলী চৌধুরী, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, আবদুল মান্নান, মাহফুজুল হক টিটো, এস এম সাইফুল কামাল রুবেল ও মোস্তফা মনোয়ার মুন্না।

পটিয়ায় ইদ্রিস মিয়া : পটিয়া প্রতিনিধি জানান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া পটিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এসময় তিনি ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’ বলে স্লোগান দেন। এসময় তারেক জিয়ার পক্ষ থেকে দরিদ্র সনাতনী লোকজনের মধ্যে শাড়ি লুঙ্গি ও নগদ টাকা প্রদান করেন।

গত মঙ্গলবার রাতে পটিয়ার খরনা ইউনিয়নের মুজাফরাবাদের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় পটিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশিষ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মফজল আহমদ চৌধুরী, জাহাঙ্গীর কবির, নুরুল আমিন মধু। উপস্থিত ছিলেন গাজী সিরাজউল্লাহ, জিল্লুর রহিম, এডভোকেট জসীম উদ্দীন, জাগীর হোসেন মেম্বার, মোহাম্মদ শাহজাহান, নুর হোসেন, সহর মুল্লক, জাহাঙ্গীর আলম, পলাশ সেন, বাবলা দে, অরুণ চৌধুরী।

আনোয়ারাকর্ণফুলীতে লায়ন হেলাল : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, এবার শারদীয় দুর্গোৎসব আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বকে আরও দৃঢ় করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিএনপির নেতাকর্মীরা নিরলসভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিটি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নজরদারি ছিল।

তিনি গতকাল আনোয়ারাকর্ণফুলীর এলাকার শিকলবাহা ইউনিয়ন জামালপাড়া, বড়উঠান ইউনিয়ন বনিকপাড়া, জুলধাশাহমীরপুর এলাকা পূজা মণ্ডপসহ আশপাশের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দ্র সম্প্রদায়ের ভাইবোনদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। শিকলবাহা লোকনাথ গীতা স্কুল কেন্দ্রীয় সভাপতি রাজীব শীলের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মামুন মিয়া, দিল মোহাম্মদ মনজু, এস এম ফারুক হোসাইন, ছালেহ জহুর, এম মনছুর উদ্দিন, আবু তাহের, মামুনুর রশিদ, নুরুল ইসলাম, গাজী ফোরকান, মামুন খান, জাহেদুল ইসলাম শামীম, ফারুক হোসেন, দিদারুল আলম, লিটন ধর, রুপন ধর, প্রভাত শীল, রিদয় শীল, ইসমাইল বিন মনির ও শাখাওয়াত হোসেন মিশু।

ফিরিঙ্গিবাজারে সুফিয়ান : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, পতিত আওয়ামী লীগ সব সময় সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি করেছে। তারা সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন করে দেশকে সব সময় ব্যস্ত রাখত। এখনো তারা সংখ্যালঘু কার্ড ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কিছুদিন ধরে পার্বত্য এলাকাকে অশান্ত করার চেষ্টা চলছে। বিএনপি গণমানুষের দল। বিভেদ বা বিভাজনের রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। তিনি গতকাল সন্ধ্যায় নগরের ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের শিববাড়ি লেইনে শারদীয় দুর্গাপূজার নবমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন তিনি ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা ও চকবাজার, পূর্বষোলশহর ও চান্দগাঁও ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন লিপু, জাকির হোসেন, সাদেকুর রহমান রিপন, নুর মোহাম্মদ, সদস্য সচিব জাহেদ আহমেদ, আহ্বায়ক গোলজার হোসেন, বাবু দত্ত, রাজকুমার।

পশ্চিম বাকলিয়ায় শামসুল আলম : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শামসুল আলম গতকাল পশ্চিম বাকলিয়ায় বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি বলেন, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এই দেশ সবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই মাটির সন্তান। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. এমরান উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, শহিদ কাজেমি, সবুর, সেলিম, হালিম, আবু, মাহামুদুর রহমান পাকি, আজিজ, আইয়ুব, বাকলিয়া থানা যুবদল নেতা রায়হান, জুয়েল, জাহেদ, জনি, বাবলু, সদস্য সচিব মো. ফারুক, ইমন, জিহাদ।

দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি : দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ গত মঙ্গলবার অভয়মিত্র মহাশ্মশান পূজা মণ্ডপ, ঘাটফরহাদবেগ পূজা মণ্ডপ, খলিফাপট্টি সার্বজনীন পূজা উদযাপন পরিষদের মণ্ডপ, জয়নব কলোনির বৃন্দাবন আখেরা মণ্ডপ এবং রুমঘাটা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। অভয়মিত্র মহাশ্মশান পূজা মণ্ডপে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক। বিএনপি সবসময় বিশ্বাস করে ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, সম্প্রীতি ও শান্তির বাংলাদেশ গড়ে উঠুক। এসময় উপস্থিত ছিলেন হাসান আলি, মনসুর আলম, মাহমুদ আলি, শাখাওয়াত হোসেন পিয়াল, মো. আরশে আজিম আরিফ, নুরুল আজিম, তাজ মোহাম্মদ, সাইফুদ্দিন, নাসির উদ্দিন, এরশাদ আলি, আলতাফ হোসেন, মো. মুসা, রেজাউল করিম মাসুদ, রোম্মান হোসেন, জাহাঙ্গীর আলম, মো. ইয়াসিন, মহিউদ্দিন পাশা, টিপু সুলতান ও আয়াজ বিন আলমগীর আবির।

পাঁচলাইশে ইদ্রিস আলী : নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেছেন, দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি এখন দেশের সংস্কৃতিরও অংশ হয়ে গেছে। এ উৎসব আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি। তিনি গত মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া হরিপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হরিপুর যুব সংঘ আয়োজিণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি চালিতাতলী বাজার শীল সংঘ আয়োজিত পূজামণ্ডপ ও নয়াহাট নিধিরাম ধোপির বাড়ীর গীতা সংঘ পূজা উদযাপন কমিটির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন মোরশেদুল আলম, হাজী মোহাম্মদ আলম, আশরাফ মিয়া সওদাগর, আনিসুদ্দৌলাহ সোহেল, জানে আলম সোহেল, পাঁচলাইশ হাজী মোহাম্মদ তৈয়ব, জাহাঙ্গীর আলম, বেলাল উদ্দিন মুন্না, শামসুল আলম মেম্বার, নাজিম উদ্দীন হিরু, গোপাল দাস, দুলাল দাস, প্রদীপ কুমার শীল, দীপক কুমার শীল, শ্রীধাম দাস, সাধারণ সম্পাদক রাজু দাস, উসমান গনি, মো. ইউনুস গনি, তারেক রহমান, ইসমাইল মির্জা, মনছুর আলম, মো. হোসেন, আবদুল আজিজ, মানিক হোসেন, জাহেদুল হক, খোরশেদ আলম, জামাল উদ্দিন, শহিদুল ইসলাম রাসেল, মেহেদী হাসান রাজু, রাশেদুল ইসলাম, নেজাম উদ্দিন, মহিন উদ্দিন, আবদুল করিম, হোসেন ভান্ডারী, আনসার আলী, আমীর আলী, আবুল কাশেম, মো. মামুন ও মেজবাহ উদ্দিন।

ফটিকছড়িতে বাহার : ফটিকছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়িতে বিভিন্ন স্থানে ৩য় দিনের মত সনাতনী ধর্মালম্বীদের পূজা মণ্ডপ পরিদর্শন করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার ও দলের নেতৃবৃন্দ। ১৩ নম্বর লেলাং ইউনিয়নের কর্ণফুলী ফেনুয়া চা বাগানে দুর্গা মন্দির পরিদর্শনকালে কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো কিছু বুঝি না, সবাই একসাথে বসবাস করে নিজদের ধর্ম নিজেরা পালন করি। আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবো, সংখ্যালঘু বলতে কোনো কিছু আমি মানি না। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের অন্যতম নিদর্শন ফটিকছড়ি। ফটিকছড়িতে ধর্মীয় বিরোধ নিয়ে কোনো ধরনের সমস্যা হয়নি এবং ভবিষ্যতেও যেন না হয় সেজন্য আমরা কাজ করছি। পরে লেলা ইউনিয়নের শাহনগর দুর্গা মন্দির, নানুপুর ইউনিয়নের সর্বজনীন জয় দুর্গা মন্দির, খিরাম ইউনিয়নের সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেনলেলাং ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন মেম্বার, রায়হানুল আনোয়ার রাহি, মাওলানা নুরু, নুরুল আক্তার চৌধুরী, নাসির শিকদার, মো. ইমরান, মাইনুল্লাহ উজ্জ্বল, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ জাফর, জামাল উদ্দিন, একরাম চৌধুরী, মোহাম্মদ জুয়েল প্রমুখ।

আনোয়ারায় খোরশেদ : আনোয়ারায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খোরশেদুল আলম। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. শাহাদাত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার, মো. রাশেদ, মহিউদ্দিন, ফোরকান, খসরু, রশিদ মজু, জাফর আজম খান, ফয়েজ, মনির, আবির, শুভ, রাজু, তারেক, সোহেল, মামুন, দিদার, জুয়েল প্রমুখ।

ঘাটফরহাদবেগে আবদুল মান্নান: মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান ঘাটফরহাদবেগ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় তিনি পূজা মণ্ডপের আয়োজক ও উপস্থিত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসবের খোঁজখবর নেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে আবদুল মান্নান বলেন, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সকলে এ দেশের নাগরিক। তাই পারস্পরিক সমপ্রীতি, ভ্রাতৃত্ব ও সহাবস্থানের মধ্য দিয়েই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে। পূজা মণ্ডপের আয়োজকরা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানকে স্বাগত জানান এবং তার আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসী ছাড়াও দেশে কারা কীভাবে ভোট দেবেন
পরবর্তী নিবন্ধজানালা বিদ্যুতায়িত, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু