উল্টো রথযাত্রায় হাজারো ভক্তের সমাগম

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:৩০ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহউদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে গতকাল নগরী ও জেলার বিভিন্নস্থানে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো ভক্তের সমাগমে উৎসবমুখরভাবে উদযাপিত হয় উল্টো রথযাত্রা। ভক্তপুণ্যার্থীরা জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারাণী অধিষ্ঠিত রথ টেনে নগর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। ভক্তরা বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, পৌরাণিক সাজ ও বাদ্যযন্ত্রসহকারে উল্টো রথের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির : ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রার সমাপ্তি হলো উল্টা রথের মধ্য দিয়ে। আর এর মধ্য দিয়ে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম ঘরে ফিরল। গতকাল সোমবার উল্টোরথের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আশীর্বাদক ছিলেন কৃষ্ণ গোপাল দাস ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর নীলু নাগ প্রমুখ।

নন্দকানন ইসকন : উল্টো রথযাত্রা উপলক্ষে গতকাল সোমবার নন্দকানন ইসকনের উদ্যোগে রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। নন্দনকানন ইসকনের সভাপতি পণ্ডিত গদাধর দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাসের সঞ্চালনায় আলোচনা পর্বে আশীর্বাদক ছিলেন উড়িষ্যার নীলাচল স্বামী মহারাজ। প্রধান আলোচক ছিলেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর সেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু ও নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি অনুরূপ পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল ও শিবু প্রসাদ চৌধুরী। এছাড়া নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, অপূর্ব মনোহর দাস ব্রহ্মচারী ও সুবল সখা দাস ব্রহ্মচারীসহ টিএমসি নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা মঙ্গল দ্বীপ প্রজ্জ্বালন ও বেলুন উড়িয়ে উল্টো রথযাত্রার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির কখনওই ঠাঁই হবে না। আজকের বাংলাদেশে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই ধর্মের আধ্যাত্মিক চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের সকলকে জগতের কল্যাণ ও সম্প্রীতির চর্চা করতে হবে।

কেন্দ্রীয় রথযাত্রা কমিটি : কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির উদ্যোগে নগরীর নন্দনকানন তুলসীধামে উল্টো রথযাত্রা উৎসব গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালীর ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ মিত্র চৌধুরী (পুরী) মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে সকালে জগন্নাথসুভদ্রাবলভদ্রের পূজার্চনা, ভোগ নিবেদন, আরতি, নাম কীর্তন অনুষ্ঠিত হয়। ধর্মালোচনায় অংশ নেন যোগেশ্বর চৌধুরী, তুলসীধাম পরিচালনা পরিষদের সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উদ্‌যাপন কমিটির সভাপতি ডা. মাধব চন্দ্র চৌধুরী, সাধারণ সম্পাদক বিধান ধর, সুজিত হাজারী, ডা. মনোজ চৌধুরী, জহরলাল দত্ত, প্রিয়নাথ ধর, দীপক বণিক, শ্যামদাস ধর, প্রদর্শন দেবনাথ, অমিত সেনগুপ্ত, মাতৃ পরিষদের রিক্তা দত্ত, শর্মিলা চক্রবর্তী, ছায়া বিশ্বাস, আলো পাল, লিপিকা নাথ, কুন্তী ধর, লিমা দেব, প্রীতিকণা দেব, রাসনা দাশ, সুইটি পাল, লাকী দেবনাথ, মীনা ধর, শোভা ধর, বীণা ধর, রমাশ্রী ধর, আঁখি বণিক, নিয়তি দাশ, প্রকৌশলী শ্রাবন্তী পাল প্রমুখ। উল্টো রথযাত্রায় অদ্বৈতঅচ্যুত মিশনের সদস্যরা যোগ দেন। সভায় বগুড়ায় পালপাড়ার রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় প্রয়াতদের আত্মার সদ্গতি প্রার্থনা এবং আহতদের সুস্থতায় জগন্নাথদেবের চরণে প্রার্থনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়া বন্ধ করুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব ওয়াহিদুজ্জামান