উল্টো বাংলাদেশকে চাপে দেখছেন লরকান টাকার

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৭ এপ্রিল, ২০২৩ at ১১:৫১ পূর্বাহ্ণ

অভিষেক টেস্টেই সেঞ্চুরি। সেটাও আবার সাত নম্বরে নেমে। লরকান টাকারের জন্য বোধ হয় এর চেয়ে ভালো দিন আর হতে পারতো না। যে টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় ছিল আয়ারল্যান্ড, সেই টেস্টে টাকারের লড়াকু এক সেঞ্চুরিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। ৪ উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে আইরিশরা। সেই দলটিই দিন শেষ করেছে ৮ উইকেটে ২৮৬ রান নিয়ে। অর্থাৎ সারাদিনে মোটে ৪টি উইকেট তুলে নিতে পেরেছে টাইগাররা।

 

অন্যদিকে আয়ারল্যান্ড রান তুলেছে ২৫৯। লরকান টাকার খেলেন ১০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। এখন পর্যন্ত আইরিশদের লিড ১৩১ রানের। হাতে ২ উইকেট। ৭১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন অ্যান্ডি ম্যাকব্রিন। আর গ্রাহাম হুমে অপরাজিত ৯ রানে। সকাল সকাল তাদের অলআউট করতে না পারলে বড় চ্যালেঞ্জের মুখেই পড়বে সাকিব আল হাসানের দল। কেননা ব্যাট করতে হবে চতুর্থ ইনিংসে।

তাইতো লরকান টাকার মনে করছেন, আর ৪০৫০ রান করতে পারলেই বাংলাদেশকে বিপদে ফেলা যাবে। তার ভাষায়, উইকেট যথেষ্ট ভালো আছে। এটা কিছুটা ভাঙবে। হয়তো হঠাৎ জাদুকরি কিছু হবে। আমরা জানি জেতার জন্য উইকেট নিতে পারব। আশা করছি, বাংলাদেশকে ভালো একটা টার্গেট দিতে পারব। আমার মনে হয়, সব চাপ এখন তাদেরই।

যদি ১৭০১৮০ রানের কাছাকাছি লিড দাঁড় করাতে পারি তাহলে খুশি হব আমরা। বাকি আর ৪০৫০ রান মাত্র। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লরকান টাকার বলেন, এটা অবশ্যই খুবই স্পেশাল। আমি ভাবিনি ম্যাচের তৃতীয় দিনে এমন কিছু হবে। সত্যি কথা বলতে গেলে আমরা

বেশ চাপে ছিলাম। আমরা চেষ্টা করেছি বল বাই বল খেলতে। লক্ষ্য ছিল যতক্ষণ পারি ব্যাট করতে। এখানে ব্যক্তিগত অর্জন অবশ্যই খুব স্পেশাল। দলও ভালো পজিশনে আছে এখন। আমরা এখন পরের দিনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ দল এখন কিছুটা হলেও চাপে আছে। আমরা চাইব সেই চাপটা আরো

বড় করতে। এখন আর আমাদের হারানোর কিছু নেই। আমরা ানেক কিছু পেয়ে গেছি। এখন যদি বাংলাদেশকে কোন রকমে বিপদে ফেলে দিতে পারি তাহলে সেটা হবে অনেক বড় অর্জন।

পূর্ববর্তী নিবন্ধমিলেনিয়াম একাডেমি এবং বাদশা মিয়া স্মৃতি জয়ী
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হলেন পোথাস