উল্টো পথে সিএনজি টেক্সি, বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা

দুই পুলিশ সদস্য আহত, আটক ১৪

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় উল্টো পথে সিএনজি টেক্সি চালানোকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে মইজ্জারটেক এলাকার ফসিল ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেনদায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার এবং কনস্টেবল সালাউদ্দিন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, উল্টো দিক থেকে আসা একটি সিএনজি টেক্সিকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বাধা দিলে চালকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। যদিও চালকদের দাবি ট্রাফিক পুলিশ চালকদের হয়রানি করায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে বেশ কয়েকটি টেক্সি জব্দ করা হয়েছে।

আহত সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার দৈনিক আজাদীকে বলেন, ‘উল্টো পথে আসা একটি সিএনজি টেক্সিকে বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়।’ মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকের বলেন, ‘উল্টো পথে গাড়ি চলাচলে বাধা দেওয়ায় চালকরা দলবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, ‘ঘটনার পর পরই বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের বিষয়ে যাচাইবাছাই চলছে। মামলা প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) মো.জামাল উদ্দিন বলেন, উল্টো পথে আসা একটি গাড়িকে দায়িত্বরত ট্রাফিক পুলিশ বাধা ও কাগজপত্র যাচাই করতে গেলে দলবেধে তারা পুলিশের ওপর হামলা চালায়। এখন পর্যন্ত ১৪১৫ জন আটক রয়েছে। একই সঙ্গে ২০টির অধিক অটোরিকশা জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধপ্রচুর পরিমাণ চাল আমদানি করছে সরকার চার দেশ থেকে আসবে ৬ লাখ টন