নগরের সিরাজদ্দৌলা রোডের (আন্দরকিল্লা–চকবাজার) চন্দনপুরায় উল্টো পথে আসা একটি কংক্রিট মিক্সারবাহী গাড়ি নষ্ট হয়ে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দুই ঘণ্টা স্থায়ী ছিল এ যানজট। এতে ভোগান্তি হয় সাধারণ মানুষের।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনপুরায় সিরাজদ্দৌলা রোডের সঙ্গে যুক্ত হয়েছে বাকলিয়া এক্সেস রোড। কংক্রিট মিক্সারবাহী গাড়িটি বাকলিয়ার দিক থেকে এক্সেস রোড হয়ে আসে। যে পথে আসে তাতে গাড়িটি আন্দরকিল্লামুখী হওয়ার কথা। কিন্তু এক্সেস রোড থেকে বের হয়ে উল্টোপথে চকবাজারের দিকে যেতে চান চালক। এ সময় নষ্ট হয় গাড়িটি। তখন গাড়িটির কিছু অংশ সিরাজদ্দৌলা রোডে এবং কিছু অংশ ছিল এক্সেস রোডে। এতে সিরাজদ্দৌলা রোডের চকবাজার থেকে আন্দরকিল্লামুখী অংশ ব্লক হয়ে ওই অংশে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে সৃষ্টি হয় যানজট।
স্থানীয় এক দোকানদার জানান, প্রায় দুই ঘণ্টা পর মিঙারবাহী গাড়িটি সরিয়ে নেয়া হয়। সকাল হওয়ায় সড়কে গাড়ির চাপ কিছুটা কম ছিল। অন্য সময় হলে যানজট আরো ভয়াবহ হত।