ফটিকছড়িতে উল্টো পথে আসা টেম্পোর সাথে সিএনজিচালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মো. পারভেজ (২২) ও রেহানা আক্তার তানিয়া (২৫) নামে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও এক নারী। গতকাল মঙ্গলবার বেলা ৪টার দিকে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের নাজিরহাট আজম রোডের মাথায় এফটিওয়াই কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত পারভেজ উপজেলার নারায়ণহাট ইউপির দক্ষিণ জুজখোলা গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে। তিনি প্রবাসে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট দিয়ে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। এছাড়া নিহত রেহানা আক্তার তানিয়া হাটহাজারী উপজেলার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনির জাকির হোসেনের মেয়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮–১৯ সেশনের সমাজতন্ত্র বিভাগের শিক্ষার্থী, সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বাড়ি হাটহাজারী হলেও তিনি ফটিকছড়ি পৌরসভায় নানার বাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রাম থেকে ফটিকছড়িগামী একটি টেক্সি ঘটনাস্থল অতিক্রমকালে উল্টো পথে দ্রুত গতিতে আসা একটি খালি টেম্পো টেক্সিটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। এতে টেক্সির যাত্রী তানিয়া ঘটনাস্থলে মারা যান। এ সময় পারভেজের হাত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। পায়েও গুরুতর আঘাত পান তিনি। চমেকে নেয়ার পর সেখানে তার মৃত্যু হয়। এছাড়া সুয়াবিল এলাকার এক নারীও আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার এসআই সাহেদ জানান, টেম্পোসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, ৩ জন গুরুতর আহত নারী–পুরুষকে হাসপাতালে নিয়ে আসা হয়। এতে একজন মেয়ে মৃত ছিল অন্য একজন যুবকের হাত বিচ্ছিন্ন হওয়াসহ পায়েও বেশ আঘাতপ্রাপ্ত হন। তাকে চমেকে রেফার করার পর সেখানে তিনি মারা গেছেন শুনেছি।