করোনা সংক্রমণের সংখ্যা আগের চেয়ে দিনদিন বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবের প্রধান ডা. শাকিল আহমেদ।
এই ব্যাপারে গতকাল তিনি আজাদীকে জানান, করোনার নমুনা পরীক্ষা দিতে আসা মানুষের সংখ্যা খুব বেড়ে গেছে। নমুনা পরীক্ষায় দেখা যাচ্ছে আগে ১০/২০ জন পজেটিভ পাওয়া গেলেও সেখানে এখন ৭০ থেকে ৮০ জন পজেটিভ পাওয়া যাচ্ছে। এর দ্বারা বুঝা যাচ্ছে যে করোনার প্রভাবটি কেমন। করোনার উপসর্গ দেখা গেলেই ঘরে বসে না থেকে টেস্ট করে নেয়া উচিত এবং পজেটিভ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনসহ প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়া উচিত।
আগের যে কোনো সময়ের তুলনায় হাসপাতালে রোগী বাড়ছে উল্লেখ করে ডা. শাকিল আহমেদ জানান, পজিটিভের সংখ্যাও দিনদিন বাড়ছে। সরকারি হসপাতালগুলোতে সিট খালি নাই কোথাও। আমাদের সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
রোগী বাড়ছে-সেই সাথে পজেটিভের সংখ্যাও বাড়ছে। কিন্তু যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে-তাতে হাসপাতালেগুলোতে বেডের সংকট দেখা দিতে পারে। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।