পরিশ্রম করতে লজ্জা নেই, যেকোনো উদ্দেশ্য কে সফল বা তোমার নিজের আয়ত্তে আনতে হলে লজ্জা শরম ফেলে দিয়ে সামনের দিকে এগুতে হবে, নিজেকে বোবা, বধির, কালা করে ধৈর্য সহকারে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে হবে।। বোবা বধির কালা হতে বললাম এইজন্য যে তোমার আশেপাশের মানুষ গুলো প্রায়ই তোমাকে নানা জ্ঞান, উপদেশ, টিপ্পনী, টিটকারি, সমালোচনা, পেছনে গীবত প্রভৃতি করেই যাবে। তাই ওসব আলোচনায় তোমার কান দেয়া যাবে না। বাকবিতন্ডায় লিপ্ত হওয়া যাবে না। হলেই বিপদ, রুদ্ধ হবে সহজে তোমার পথ। তোমার সৎ উদ্দেশ্য গুলোকে সামনে রেখে এগিয়ে যাও সন্তর্পণে স্ট্রং ওয়ে তে। আমাদের সমাজের মানুষ সবসময়ই কিন্তু “ভালো কাজকে নিরুৎসাহিত করে”। কেউ ভালো কিছু করুক বা কারো ভালো কিছু হোক তা সহজে প্রথমে বেশিরভাগ মেনে নিবে না। যখন ওই কাজটাতে তুমি সফল হয়ে যাবে তখন তারাই আবার বাহবা দিবে বলবে আমি জানতাম তুমি পারবে, আমি এইজন্যই বলেছিলাম ধৈর্য ধরে পরিশ্রম করতে।
যদিও সে মোটেই সেটা চায়নি। তাই তোমার সেই সব নিরুৎসাহ কে পুঁজি করে তিনগুণ উৎসাহে শক্তি সঞ্চার করে তোমার -পথে দারুণ উদ্দীপনা নিয়ে শক্ত পায়ে সামনের দিকে এগিয়ে যেতেই হবে।