উপজেলা আ.লীগ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৫১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু এবং জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাদামতল এলাকায় মানববন্ধন ও চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের সহসভাপতি মাষ্টার আহসান ফারুকের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন আ’লীগ নেতা শাখাওয়াত হোসেন শিবলী, সেলিম উদ্দিন, ফরিদুল আলম চৌধুরী, যুবলীগ নেতা এস.এম মুছা তসলিম, লোকমান হাকিম, জাহাঙ্গীর আলম হিরু প্রমুখ। মানববন্ধনে আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের দোসররা ঈর্ষান্বিত হয়ে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু ও জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রামকক্সবাজার জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধমহানগর তাঁতীলীগের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধতৃণমূল নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া পৌরসভা আ. লীগের মতবিনিময়