রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) যৌথ উদ্যোগে ইকোসেক এবং ওয়াশ সিএইচটি প্রজেক্টের আওতায় পার্বত্য জেলার বিভিন্ন উপজাতিদের আর্থিক, শিক্ষা এবং কাজ দিয়ে সহযোগিতা করার লক্ষ্যে গতকাল সোমবার জিইসির ওয়েল পার্ক হোটেলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের কল্যাণে কাজ করছে রেড ক্রিসেন্ট। এই কার্যক্রমকে মানুষের মাঝে তুলে ধরতে ইকোসেক এবং ওয়াশ সিএইচটি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানুষের সেবা করার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রজেক্ট ম্যানেজার মিস লোরেন, সহকারী অফিসার মাসিমো রশু, বান্দরবান রেড ক্রিসেন্টের সেক্রেটারি অমল কান্তি দে, রাঙামাটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি মো. মাহফুজুর রহমান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম ও বিডিআরসিএস পরিচালক মো. বেলাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।