উপকার

মোহাম্মদ তারেক | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ৮:০৭ পূর্বাহ্ণ

যদিও পুরাতন কিন্তু মহৌষধ। কারণ জানি না। সব কিছুতে কারণ জানা যুক্তি খোঁজার চেষ্টা করি না।সর্দি কাঁশি জ্বর ঠান্ডায় গরম পানির থেরাপি রোগ নিরাময়ে ভূমিকা রাখে। অসুস্থ হলে যারা এ চর্চায় নিমগ্ন থাকেন তারা এটা ভাল জানেন।তরল পানীয় সেভেন আপ কোক ফান্টা জাতীয় খাদ্য চিরকালের জন্য খাদ্য তালিকা থেকে বাদ দিলে বাল আবাল বৃদ্ধ বনিতা সকলেই উপকৃত হবে।কিন্তু এই উপকারের বিষয়টি অনেকেই কানে নিবে না।বিড়িখোর ডাক্তার এবং ট্যাঙখোর সরকার উভয়েই বলে– ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সুতরাং এই বাক্যের অনুসারী হয়ে ধুমপান থেকে যেমন বিরত থাকি…তেমনি বরাবরের জন্য ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকি। সাধারণ পানি পান করি। মাঝে মাঝে সহনীয় পর্যায়ের গরম পানি পান শরীরের জন্য ক্ষতি নয় বরং উপকার করে।

পূর্ববর্তী নিবন্ধকবি সুফিয়া কামাল : আদর্শনিষ্ঠ ও মহীয়সী ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধঅকৃতজ্ঞ, মিথ্যাবাদী ও দুর্নীতিবাজদের পতন অবশ্যম্ভাবী