জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত চট্টগ্রাম উপ–অঞ্চলের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া আসরের সাঁতার প্রতিযোগিতা গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সুইমিং কমপ্লেক্সে শেষ হয়। ৯৫ পয়েন্ট লাভ করে স্বাগতিক জেলা চট্টগ্রাম চ্যাম্পিয়ন এবং ৪.৩ পয়েন্ট পেয়ে বান্দরবান জেলা হয়েছে রানার্স আপ হয়েছে। এছাড়া ফেনী জেলার চারগ্রাম সমিতি আদর্শ স্কুলের ছাত্র মো. ইউনুস ও রাঙ্গামাটি জেলার রাবেতা মডেল স্কুলের ছাত্রী শিউলী আক্তার সেরা সাঁতারু হিসেবে বিবেচিত হন। শেষে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সাঁতার কমিটির আহবায়ক ও ডা. খাস্তগীর সরকারি বালিকা স্কুলের প্রধান শিক্ষক শাহেদা আক্তারের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সরকারি বালিকা স্কুলের সিনিয়র শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ–পরিচালক উত্তম খিসা। উল্লেখ্য, প্রতিযোগিতায় নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও স্বাগতিক চট্টগ্রামসহ ৭টি জেলার ১২০ জন সাঁতারু ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করে।