উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন লুবাবা

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দুইদিন ব্যাপী উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উমনিয়া বিনতে ইউসুফ লুবাবা। আর রানার আপ হয়েছে তাসপিয়া তাহসিন প্রিমা। দুই দিন ব্যাপী প্রতিযোগিতায় সাত রাউন্ড শেষে লুবাবা ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ৭ রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে তাসপিয়া। এছাড়া সাতজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতার শেষ দিনে গত বুধবার খেলা শেষে এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস কনভেনশন হলে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিঞা। মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মেহের নিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, সদস্য সাজেদা নাসরিন প্রমুখ। উল্লেখ্য, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৪০ জন দাবাড়ু অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানা বিএনপির মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধইভিএমে কোনো নির্বাচন হবে না