করোনাভাইরাস ভ্যাকসিন কিনতে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে ১২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। গতকাল বুধবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মলপাস এ কথা জানান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মলপাস বলেন, আমরা অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করব। পর্যাপ্ত করোনা ভ্যাকসিন কিনতে এ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছি। অনুমোদন পেলেই এ সহায়তা দেওয়া হবে।