‘উন্নয়ন ও সমস্যা দুটোই তুলে ধরেছি’

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ মার্চ, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দ্রুতগতিতে এগুচ্ছে স্বপ্নের টানেল নির্মাণ। বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুইপাড়ে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তুলতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। আলোচনা চলছে চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের। ইকোনমিক জোনসহ আরো নানা উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে চট্টগ্রামে। সারা দেশেও এ উন্নয়ন হচ্ছে সমান্তরালে। ফলে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ।
সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডসহ সমকালীন বিষয়ের তথ্য জানা যাবে এবার বইমেলায় প্রকাশিত ‘নির্বাচিত কলাম’ এ। বইটির লেখক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। তার অবশ্য আরেকটি গ্রন্থ বেরিয়েছে ‘কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন আর্বান লোকাল গর্ভমেন্ট ইন বাংলাদেশ : অ্যা স্টাডি অব দ্যা চিটাগং সিটি কর্পোরেশন’ নামে। গ্রন্থটি মূলত তার পিএইচডি অভিসন্দর্ভ।
এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সাথে গতকাল দৈনিক আজাদীর কথা হয়। ‘নির্বাচিত কলাম’ প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেছি ‘নির্বাচিত কলাম’ এ। যেমন কর্ণফুলী নদীর তলদেশে দিয়ে নির্মাণাধীন টানেল ও মেট্রোরেলের কথা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কর্মদক্ষতার বিষয়টিও প্রাধান্য পেয়েছে।
শুধু চট্টগ্রাম নাকি পুরো দেশের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য আছে জানতে চাইলে তিনি বলেন, পুরো বাংলাদেশের বর্ণনা রয়েছে। বর্তমান সরকারের আমলে যেসব উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তার কথা আছে। পাশাপাশি সরকারের বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছি।
তিনি বলেন, অনন্য উচ্চতায় জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু টানেল কি হতে পারে না অ্যাকোয়া টানেল?, ধর্ষণ এবং নৈতিক চরিত্রের অবক্ষয়, এমআরটি’র পরে এলআরটিও হতে পারে বাংলাদেশে, রোহিঙ্গা প্রত্যাবাসন ও কিছু কথা, আমাদের চামড়া শিল্পে সমস্যা ও সমাধান, বাঙালি জাতির শোকের মাস আগস্ট শিরোনামে পৃথক নিবন্ধগুলোর মাধ্যমে উন্নয়ন ও সমস্যা দুটোই তুলে ধরেছি।
তিনি বলেন, বাঙালি জাতীর শোকের মাস আগস্ট নিয়েও নিবন্ধ আছে। আগস্ট বাঙালির শোকের ও বেদনার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে হত্যা করেন। আবার ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা করে। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে যান। তাই বাঙালি জাতির ইতিহাসে আগস্ট কতটা শোকাবহ সেটা ভাষায় প্রকাশযোগ্য নয়। শোকের মাসে প্রত্যয় ও শপথে শোককে শক্তিতে পরিণত করার অভয়মন্ত্রে আবার উদ্দীপ্ত হবে বাঙালি।
‘কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন আর্বান লোকাল গর্ভমেন্ট ইন বাংলাদেশ : অ্যা স্টাডি অব দ্যা চিটাগং সিটি কর্পোরেশন’ গ্রন্ত্র প্রসঙ্গে বলেন, এটি আমার পিএইচডি থিসিস। যে বিষয়ে আমি পিএইচডি করেছি সেগুলো তুলে ধরেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন দিক, গুড লিডারশীপ ও কোয়ালিটি ম্যানেজমেন্টের বিষয়গুলোও এসেছে। আমাদের সিটি কর্পোরেশনের বিষয়গুলেই বেশি প্রাধান্য পেয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে সীমাবদ্ধতা, কাজ করার ক্ষেত্রে যে সমস্যাগুলোর সম্মুখীন হই তা উঠে এসেছে। একইসঙ্গে সমস্যাগুলোর সমাধান কী, কীভাবে করলে উত্তোরণ ঘটবে সবকিছু তুলে ধরা হয়।
তিনি বলেন, আমরা ভালো লিডার কীভাবে পেতে পারি, কীভাবে পরিচালনা করলে সিটি কর্পোরেশন আরো ভালো হবে এসং সুন্দরভাবে পরিচালনা করা যাবে তা এ গবেষণা গ্রন্থে উঠে এসেছে। উন্নত বিশ্বের রোল মডেলকে অনুসরণ করে সিটি কর্পোরেশন কীভাবে চালাতে পারি সে বিষয়টিও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রলার থেকে আইসসহ ৬ মিয়ানমার নাগরিক আটক
পরবর্তী নিবন্ধটরন্টোর আকাশে বিমান উড়বে ২৬ মার্চ থেকে