উন্নয়নে রাজনৈতিক বৈষম্যতা হয়নি

সাতবাড়িয়ায় সুধী সমাবেশে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, এলাকায় উন্নয়ন কর্মকান্ড পরিচালনায় দলমত, ধর্মবর্ণ, গোত্র নির্বিশেষে সকলকে সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজনৈতিক বৈষম্যতা করা হয়নি। সরকার পুনরায় ক্ষমতায় আসলে চন্দনাইশসাতকানিয়া (আংশিক) এলাকা দেশের অন্যতম সমৃদ্ধ ও উন্নত এলাকায় রূপান্তরিত হবে। তিনি উন্নয়ন, সমৃদ্ধি ও প্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান। তিনি সম্প্রতি চন্দনাইশের সাতবাড়িয়া বহরম পাড়ায় উকিল বাড়ীতে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উকিল বাড়ী বায়তুন নুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ডা. মঞ্জুরুল হক ফারুকী। বেলাল হোসেন মিঠুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, অ্যাডভোকেট সিরাজুদ্দৌলা। বক্তব্য রাখেন অধ্যক্ষ নাছির উদ্দীন, ইঞ্জিনিয়ার ফরহাদ হাসান, মোজাম্মেল হক সিদ্দিকী, হারুণ আল হোসাইন, সিনিয়র সহকারী জজ দাউদ হাসান, মীর কাশেম, কামরুল হাসান কাউসার, অ্য্যাডভোকেট সাদিকুল হক ফরিদি, আজাদ হোসেন টিপু, রেজাউল হক সিদ্দিকী, মোহাম্মদ ইকবাল, আবদুল কাদের, সাতবাড়ীয়া আওয়ামী লীগ নেতা প্রমুখ। উকিল বাড়ী বায়তুন জামে নুর জামে মসজিদ পুন:সংস্কার ও তৎসংলগ্ন পুকুরে রিটেইনিং ওয়াল নির্মাণে প্রকল্প বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তী নিবন্ধমহানগর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব ইতিহাস প্রণয়ন কমিটির সভা