উন্নয়ন কার্যক্রম সফল করতে তৃণমূলের নেতৃবৃন্দকে ভূমিকা রাখতে হবে

মতবিনিময় সভায় মেয়র

| বুধবার , ১৪ মে, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। তাই স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করতে হলে তৃণমূল নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি গত সোমবার সন্ধ্যায় লালদিঘীর পাড়স্থ চসিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। সভায় নগরীর বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক কাউন্সিলর এবং চসিকের ওয়ার্ড সচিবগণ উপস্থিত ছিলেন। নগর পরিচালনা সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় ওয়ার্ড নেতারা তাদের ওয়ার্ডের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও সমস্যার কথা তুলে ধরেন। মেয়র তাৎক্ষণিকভাবে কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং অন্যান্য প্রস্তাবগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, জনগণের সঙ্গে যারা মাটির কাছাকাছি অবস্থান করেন, তারাই জানেন কোথায় কী প্রয়োজন, কী উন্নয়ন সবচেয়ে জরুরি। তাই পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপে তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণ উন্নয়নের গুণগত মান নিশ্চিত করবে।

চসিক শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের জীবনমান উন্নয়নের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভর্তুকিমূলক খাদ্য বিতরণ, নাগরিক সেবা সহজীকরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।’

তিনি বলেন, তৃণমূলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ওয়ার্ড সচিবদের ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে সচেতন হতে হবে। চসিকের অনেক সেবা এখন ডিজিটাল মাধ্যমে দেওয়া হচ্ছে, ফলে তথ্য ও প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বাড়ানো জরুরি। যদি তথ্য সঠিকভাবে আদান প্রদান করা না যায়, তাহলে সেবার মান ক্ষতিগ্রস্ত হবে। তিনি স্থানীয় নেতাদের আহ্বান জানান, তারা যেন তাদের ওয়ার্ডের মানুষের চাহিদা এবং সমস্যাগুলো নিয়মিত চসিককে জানিয়ে দেন এবং উন্নয়ন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চসিক সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, এডভোকেট মকবুল কাদের চৌধুরী, সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান, মাহবুব আলম, ইসমাঈল বালি, মোহাম্মদ আজম, এম এ মালেক, দিদারুর রহমান লাবু, ইয়াসিন চৌধুরী আসু, ডা. নুরুল আবসার, আরিফুল ইসলাম ডিউক সহ বিএনপি নেতৃবৃন্দ ও ৪১ ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে আইকিউএসির প্রশিক্ষণের সমাপনী
পরবর্তী নিবন্ধচামেলির বৈশাখ