উন্নত বাংলাদেশে যেতে হলে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে

বিভাগীয় কর্মশালায় বক্তারা

| বুধবার , ১ জুন, ২০২২ at ৯:০৫ পূর্বাহ্ণ

এসডিজি, এডুকেশন সেক্টর প্ল্যান বাস্তবায়নে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে গতকাল যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) ব্যবস্থাপনায় এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। SDG4SF, ESP এবং 8th FYPএ শিক্ষা সেক্টর সম্পর্কে নির্দেশিত নীতি ও কৌশল সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ ও কর্ম প্রক্রিয়া গ্রহণে সহায়তা করার উদ্দেশ্য নিয়ে গণসাক্ষরতা অভিযান ও ইউনেস্কো ঢাকা অফিসের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় তিনি বলেন, আমি এডুকেশন সেক্টর নিয়ে খুবই আগ্রহী। শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছেন। আর সেই উন্নত বাংলাদেশের রূপকার হলেন আপনারা। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আজকে আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদেরকে চ্যালেঞ্জের সাথে কাজ করতে হবে। কারণ ভালো ব্যবস্থাপনার মাধ্যমেই বাস্তবায়ন প্রক্রিয়া অনেক সুন্দর ও সহজ হয়ে উঠবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর হোসাইন আহমেদ আরিফ এলাহী, পরিচালক, আঞ্চলিক কার্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম ও ড. মো. শফিকুল ইসলাম, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), ..ম তরিকুল ইসলাম, ডেপুটি সেক্রেটারি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানের শুরুতে জেএসইউএস এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ইউনেস্কো ঢাকা অফিসের চীফ অব এডুকেশন হুহুয়া ফেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ড. মো: শফিকুল ইসলামের স্বাগত বক্তব্য রাখেন।

উন্নয়নসংগঠক জালাল উদ্দিনের সঞ্চালনায় দুপর্বে অনুষ্ঠিত কর্মশালার প্রথম পর্বে মূল উদ্দেশ্যকে সামনে রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান উপস্থাপন করেন সাবেক সচিব শ্যামল কান্তি ঘোষ, কনসালটেন্ট ড. জিয়াউস সবুর এবং গণসাক্ষরতা অভিযানের ডেপুটি ডিরেক্টর কে.এম. এনামুল হক। কর্মশালার দ্বিতীয় পর্বে দলভিত্তিক কাজের উপস্থাপনা শেষে ইউনেস্কো ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার শিরিন আক্তার এবং জেএসইউএস ব্যবস্থাপনা উপদেষ্টা কবি প্রাবন্ধিক সাঈদুল আরেফীন অভিমত ও ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজাউল করিম সিকদার ফাউন্ডেশনের কোরআন বিতরণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা