চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের সভাপতি লায়ন মো. হাকিম আলী বলেছেন, উন্নত বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে বড় হতে হবে। তাই উন্নত বাংলাদেশ গড়তে হলে সফল উদ্যোক্তা সৃষ্টির কোনো বিকল্প নেই। গত ২৯ জুন নগরীর চান্দগাঁও থানাধীন মোহরার মৌলভীবাজারে মেসার্স বাগদাদ ট্রেডিং–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানী মেসার্স বাগদাদ ট্রেডিং–এর স্বত্বাধিকারী নুরুল আবছার সওদাগরের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্ট গ্রুপের মহাসচিব লায়ন মুহাম্মদ ইব্রাহিম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) মুহাম্মদ কামরুজ্জামান, দক্ষিণ চট্টগ্রাম ও বান্দরবান জেলা জোন ইনচার্জ (সেলস অ্যান্ড মার্কেটিং) মোশারফ হোসেন, খাজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নাসির সওদাগর, তফাজ্জল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোরশেদ সওদাগর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পেপসি চট্টগ্রামের এজিএম নাসির উদ্দীন, এস আলম সিমেন্টের মেট্রো এরিয়া ম্যানেজার শহিদুল ইসলাম শহিদ, প্রিমিয়ার সিমেন্টের মেট্রো এরিয়ার ম্যানেজার মহসিন ইসলাম, বিএসআরএম স্টিলের মার্কেটিং এঙিকিউটিভ মারুফুল ইসলাম, ডায়মন্ড সিমেন্টের বোয়ালখালী থানা এঙিকিউটিভ এসএম রাহিন আয়াস, চান্দগাঁও থানা এঙিকিউটিভ আলী আহাম্মদ, এবি এন্টারপ্রাইজের মার্কেটিং ম্যানেজার তৈয়বুল ইসলাম প্রমুখ। শেষে অতিথিরা উৎসব মুখর পরিবেশে ফিতা কেটে মেসার্স বাগদাদ ট্রেডিং–এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।