উদ্যম ও মনন

সাহাদাত হোসাইন সাহেদ | শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

উদ্দেশ্যের সঙ্গে উদ্যম, শিক্ষার সঙ্গে প্রশিক্ষণ, পরিশ্রমের সঙ্গে আনন্দ, হৃদয়ের সাথে মনন সম্পৃক্ত হলেই সবই সম্ভব।
‘যোজনে যোজনে কর সুশ্রিত সমাহার, তুমি আর আমি দুজন হব একাকার।’ এই কিছুদিন পূর্বেই কি ভেবেছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু বানাতে পারব? বর্তমান সরকার নিজ অর্থায়নে তা করছেন। ১৯৭১ এর চেতনায় আমরা সে সাহস এগিয়ে নিতে পারলে শিক্ষা ব্যবস্থা আমাদের করতলে ধরা দেব যা হবে সন্তানদের জন্য একটি সত্যিকার উত্তরাধিকার।
শিক্ষার মূল আদর্শ শুধু জ্ঞানদান নয়, বরং শিক্ষার্থীদের ভেতরে নৈতিকতা, নান্দনিকতা, সুনীত, দেশপ্রেম ও মানবিকতা বোধ তৈরি করে তাদের সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। হয়ত তখনই শিক্ষায় মহাসড়কে উঠার পথ প্রশস্থ হবে।

পূর্ববর্তী নিবন্ধআত্ম সমালোচনার মাধ্যমে এগিয়ে যাব
পরবর্তী নিবন্ধঅশান্ত হৃদয়ের নীরব কান্না