উদ্ধারকাজে গাউসিয়া কমিটির শতাধিক স্বেচ্ছাসেবীও

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কদমরসুলে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি হতাহতদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ। স্থানীয়রা জানান, বিস্ফোরণের ২০ মিনিট পর গাউসিয়া কমিটির কয়েকজন স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকাজে নেমে পড়েন। পরে আরও শতাধিক স্বেচ্ছাসেবী যোগ দেন। তারা ৪টি মরদেহসহ ১২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি অজ্ঞান হয়ে যাওয়া অনেকের জ্ঞান ফেরান।

গাউছিয়া কমিটি সীতাকুণ্ড থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, বিস্ফোরণের পর ৪টি মরদেহ উদ্ধারসহ ১২ আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআটজন মিলে ধর্ষণ, পরে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় স্কুলছাত্রীর মরদেহ
পরবর্তী নিবন্ধজামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে ৩০ জনকে আটক