উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী, পরিবারের উদ্বেগ

মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের যৌথ বিবৃতি

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী গতকাল রাত পর্যন্ত উদ্ধার হয়নি। এই নিয়ে উদ্বেগ জানিয়েছে তাদের পরিবার।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সর্মথিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপ) কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা বলেন, ‘বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার ৪ বন্ধুকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে জোরপূর্বক তুলে নেয়া হয়। ইউপিডিএফ (প্রসীত) এই ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই। একই সাথে তাদেরকে সুস্থ অবস্থায় মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’

চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা ছাড়াও অপহরণের শিকার শিক্ষার্থীরা হলেন চবির চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণী বিদ্যা বিভাগের লংঙি ম্রো। তারা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের ২০২৩২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এদিকে অপহৃত দিব্যি চাকমার মা ভারতী চাকমা গতকাল সন্তানদের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। যা মুর্হূতেই ছড়িয়ে পড়ে। পোস্টে তিনি লিখেন, ‘প্লিজ কারোর মায়ের বুক খালি না করে, সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে। আমি হাত জোড় করছি ফিরিয়ে দেন আমাদের সন্তানদের।’

শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘অপহরণের বিষয়টি শোনার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছে। আমাদের ভিসি স্যার নিজেই বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন।’ এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘আমাদের বক্তব্য হচ্ছে অপহরণের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমরা করি না। আমরা সবসময় ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের পক্ষে।’

খাগড়াছড়ির পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল বলেন, ‘পাহাড়ের আঞ্চলিক একটি সংগঠন এতে জড়িত থাকতে পারে। আমরা প্রযুক্তি ব্যবহার করে তাদের অবস্থান সনাক্ত করে উদ্ধারের চেষ্টা করছি।’

প্রসঙ্গত, বুধবার ভোরে বিজু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ি সদর উপজেলার গিরিফুল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

অপহৃতদের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের যৌথ বিবৃতি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভুবন চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েটসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ যৌথ বিবৃতি দেন।

গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলা হয়গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী অপহরণের শিকার হন।

বিবৃতিতে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণ ঘটনার সাথে জড়িত। ইউপিডিএফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা তীব্র নিন্দা এবং অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছে।’

জানা যায়, অপহৃত শিক্ষার্থীরা বিজু উৎসব উপলক্ষে বন্ধুদের সাথে রাঙামাটির বাঘাইছড়িতে বেড়াতে যায়। বিজু শেষে গত ১৫ এপ্রিল তারা চট্টগ্রামে ফেরার উদ্দেশ্যে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে চলে আসে। সেখানে বুধবার চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ার কারণে তারা খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রি যাপন করে। গত ১৬ এপ্রিল সকালে কুকিছড়া থেকে টমটম গাড়ি যোগে খাগড়াছড়ি সদরে আসার পথে গিরিফুল নামক জায়গায় তাদের গাড়ি আটকানো হয় এবং টমটম গাড়ির ড্রাইভারসহ ৫ জন শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে টমটম ড্রাইভারকে ছেড়ে দিলেও পাঁচজন শিক্ষার্থীর খোঁজ এখনো পাওয়া যায়নি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘সাধারণ শিক্ষার্থীদের এমন অপহরণ ঘটনা পার্বত্য চট্টগ্রাম ও সারা বাংলাদেশে মানবাধিকার বিরোধী ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার পরিপন্থী। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের ওপর এমন ঘৃণ্য ঘটনা আমাদের জন্য আত্মবিধ্বংসী কাজ। তাই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অপহৃত ৫ জন শিক্ষার্থীকে অতি দ্রুত নিঃশর্তভাবে সুস্থ শরীরে মুক্তির দাবি জানাচ্ছি এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য যথাযথ প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।’

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ে অপহৃত পাঁচ শিক্ষার্থী উদ্ধারে অভিযান চলছে : সেনা সদর
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ২৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলা