উদ্ধার কাজের সুবিধার্থে কালুরঘাটের ফেরিঘাটে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। আজ (২৩ জুন) রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে ফেরি পারাপার বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।
ফেরির কর্তৃপক্ষ জানান, পণ্টুনের নিচে অভিযান পরিচালনা করায় আপাতত ফেরি বন্ধ রয়েছে। পণ্টুনে উদ্ধার অভিযান শেষে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।
নৌ বাহিনীর লেফটেনেন্ট বেলাল হোসেন বলেন, ১৫ জনের একটি টিম উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছি। দুপুর তিনটার দিকে আমরা ফেরিঘাটের পশ্চিম পারে এসে উপস্থিত হয়েছি। পণ্টুনের ভিতরে অভিযান চালানো হচ্ছে। তাই আপাতত ফেরি বন্ধ রাখা হয়েছে।
তবে পণ্টুনের নিচে সমতল বিধায় সেখানে থাকার সুযোগ নেই। তারপরেও আমরা অভিযান অব্যাহত রেখেছি।