উদাসী হাওয়া

| শুক্রবার , ৭ অক্টোবর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

‘এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে’

এই ধুলো সবকিছু জানে উদাসী হওয়ার কোন দোষ নেই।
শাখার দীনতা এতে নগ্ন হয় কিছুই থাকে না
হলুদ পত্রের চোখ শোকাতুর প্রেমিকের মত
পাখির পালক ছুঁয়ে অবেলায় ঝরে পড়ে গেল।

নদীকে অনেক করে বুঝিয়েছি বৈশাখ শেষের দিনে
মাঠে নিয়ে যাবো।
ফিরে দেখি ক্রমাগত রাত্রি ভাঙে ঘুমের চরায়
ফুলের তলায় এলে পৃথিবীর শিশির জমেছে
এই ধুলো তার সব কিছু জানে উদাসী হাওয়ার কোন দোষ নেই।

পূর্ববর্তী নিবন্ধআশীষ সেনের দুটি কবিতা
পরবর্তী নিবন্ধ‘আমরা বিলুপ্তির স্মৃতি নিয়ে বেঁচে আছি’