উদার ও নৈতিক সমাজ গঠনে মধ্যমপন্থা অবলম্বন জরুরি

মাইজভাণ্ডারী একাডেমির ১২তম উলামা সংলাপে বক্তারা

| সোমবার , ১২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

গাউসুল আযম হযরত মাওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (.) দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মাইজভাণ্ডারী একাডেমি’ আয়োজিত ‘উদার ও নৈতিক সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক ‘১২তম উলামা সংলাপ ২০২৬’ নগরীর জামালখানস্থ ‘সুলতান আহমদ হল’ চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

. মাওলানা মুহাম্মদ নুরুন্নবী আযহারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে মুখ্য আলোচনায় অংশগ্রহণ করেনঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আবুল ফাতাহ মুহাম্মদ মুহিউদ্দিন, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাওলানা এবি এম আমিনুর রশিদ এবং রাউজানস্থ কামালিয়া দরবার শরিফের শাহজাদা ছৈয়দ মাসুম কামাল আযহারী।

সংলাপে আলোচকগণ বলেনউদার ও নৈতিক সমাজ গঠনের জন্য সর্বপ্রথম ধর্মীয় চিন্তায় যুগোপযোগী সংস্কার আনতে হবে এবং ইসলামের মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। অজ্ঞতা, গণ্ডি সংকীর্ণতা ও ধর্মীয় উগ্রতা পরিহার করে নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা জরুরি। আলেমউলামাদের নিজেদের চরিত্রকে উত্তম নৈতিকতায় গড়ে তুলে তা সমাজে প্রচার ও প্রসারে কার্যকর ভূমিকা রাখতে হবে। তরুণদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং তাদের প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে হবে। আলেমউলামাদের যুগের চাহিদা ও সমসাময়িক জ্ঞানে সমৃদ্ধ হওয়া, অন্যের দোষ অনুসন্ধান না করে নিজেদের আত্মসমালোচনায় মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করতে হবে। আলোচনায় অংশ নেনমাওলানা শেখ সাইফুল্লাহ্‌ ফারুকী, অধ্যক্ষ মুহাম্মদ আবুল কাছেম, মাওলানা মুহাম্মদ আবুল হাশেম, মাওলানা মুহাম্মদ তানভীর আযহারী, মাওলানা জাহেদুল ইসলাম আযহারী, মাওলানা মুহাম্মদ মুনিরুল হক মিজান, মাওলানা এস এম শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জিয়াউল কাদের, মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আবু সাঈদ শাহীন, মাওলানা মুহাম্মদ হাসান মুহাম্মদ শরফুদ্দিন, মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, সৈয়দ মুহাম্মদ ফয়সাল আবেদীন ফরহাদাবাদী, মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম। সংলাপে উপস্থিত ছিলেনমাওলানা কাজী হাবিবুল হোসাইন, মাওলানা মুহাম্মদ ওসমান গনি, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ মুহাম্মদ ইকবাল, সৈয়দ আবু আহমদ, মাওলানা মুহাম্মদ আজিমুল হক, মাওলানা মুহাম্মদ আবদুল কাদের ছাকিব আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আহমদ ইয়ার খান, মাওলানা মুহাম্মদ জোবাইদুর রহমান, হাফেজ মাওলানা মিজানুর রহমান, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ মিফতাহুন নুর, চৌধুরী, মুহাম্মদ তানভীর উদ্দিন, মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমূখ।

এতে সম্মানিত পর্যবেক্ষক ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এবং অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফুটন্ত ফুল ডবলমুরিং জোনের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন